করাচিতে দশম পাক প্রতিরক্ষা প্রদর্শনী অনুষ্ঠিত
  2018-11-28 18:46:51  cri
নভেম্বর ২৮: চার দিনব্যাপী দশম পাক প্রতিরক্ষা প্রদর্শনী ও সেমিনার গতকাল (মঙ্গলবার) পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় করাচি শহরে শুরু হয়েছে। চীনের ৯টি সামরিক ও বাণিজ্যিক প্রতিষ্ঠান এতে অংশ নিয়েছে।

পাক প্রেসিডেন্ট আরিফ আলভি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি চীনা বুথ পরিদর্শন করেছেন। সেই সঙ্গে চীন ও পাকিস্তানের সহযোগিতায় তৈরি জঙ্গি বিমানসহ বিভিন্ন বিষয়ের প্রস্তাব শোনেন তিনি। চীনের সামরিক সাজ-সরঞ্জামের প্রশংসাও করেছেন প্রেসিডেন্ট আলভি।

৫১টি দেশের ৫২২টি শিল্পপ্রতিষ্ঠান এবারের প্রতিরক্ষা প্রদর্শনীতে অংশ নিয়েছে। এর মধ্যে রয়েছে চীন, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স, জার্মানি, ইতালি ও তুরস্কসহ সংশ্লিষ্ট দেশের সামরিক শিল্পপ্রতিষ্ঠান।

(ওয়াং হাইমান/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040