কাঠমান্ডুতে তৃতীয় দফায় নেপালি পর্যটনবিষয়ক 'চীনা ভাষা প্রশিক্ষণক্লাসের' সমাপনী অনুষ্ঠান
  2018-11-28 18:45:28  cri
নভেম্বর ২৮: গতকাল (মঙ্গলবার) নেপালের কাঠমান্ডুতে তৃতীয় দফায় নেপালি পর্যটনবিষয়ক 'চীনা ভাষা প্রশিক্ষণক্লাসের' সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার শিক্ষার্থীরা সার্টিফিকেট গ্রহণ করবেন। নেপালে চীনা দূতাবাসের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

জানা গেছে, এবারের প্রশিক্ষণক্লাস ছিল সিনিয়র পর্যায়ের চীনা ভাষার ক্লাস। শিক্ষার্থীরা এ ক্লাস থেকে চীনা ভাষা লেখার সামর্থ্য অর্জন করেছে। সেই সঙ্গে, চীনা খাদ্য সংস্কৃতি, কাগজ-কাটা-শিল্প ও হস্তলিপি সম্পর্কেও জানতে পেরেছেন তারা।

উল্লেখ্য, শিক্ষার্থীদের মধ্যে ৩০ জন ইতোমধ্যেই চীনা ভাষার মান সংক্রান্ত বিভিন্ন পর্যায়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। এদিকে এক পরিকল্পনায় নেপাল সরকার জানায়, ২০২০ সাল নাগাদ ৫ লাখ চীনা পর্যটককে তাদের দেশে স্বাগত জানাবে কাঠমান্ডু।

(ওয়াং হাইমান/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040