চীনের আর্ট প্রাসাদ, শাংহাই একাডেমি অব ফাইন আর্টস এবং ব্রাসেলস চীন সাংস্কৃতিক কেন্দ্র যৌথভাবে আয়োজিত "এক অঞ্চল, এক পথ" আন্তর্জাতিক বিনিময় ও সহযোগিতা সিরিজ প্রদর্শনীর মধ্যে 'শাংহাই স্কুল সমসাময়িক নান্দনিক এবং যুব শিল্প' শিরোনামে এক আর্ট প্রদর্শনী সম্প্রতি শাংহাই শহরে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৫০-এরও বেশি চীনা ও বিদেশি অতিথি।
এবারের প্রদর্শনীতে ২৭ জন তরুণ শিল্পীর মোট ৪৮টি কাজ প্রদর্শন করা হয়। পেইন্টিং, ভাস্কর্য, ইনস্টলেশন, ভিডিও, ডিজিটাল আর্ট এবং ঐতিহ্যবাহী হস্তশিল্পের মতো বিভিন্ন শিল্প রূপে, ঐতিহ্যগত চীনা সংস্কৃতির উন্নয়ন, শিল্প ও বিজ্ঞান সমন্বয়, এবং মানুষ ও জনসাধারণের পরিবেশের মধ্যে সম্পর্ক প্রতিফলিত হয়েছে।