'২০১৮ জার্মান ফেয়ারি টেল সপ্তাহ' ও জার্মানিতে চীনা দূতাবাসের কর্মসূচি
  2018-11-28 10:32:55  cri

'২০১৮ জার্মান ফেয়ারি টেল সপ্তাহ' তত্পরতা ১৫ নভেম্বর জার্মানিতে চীনের দূতাবাসে শুরু হয়। বার্লিন থেকে ৪০ জনেরও বেশি জার্মান শিক্ষার্থী জার্মানিতে চীনা দূতাবাসের আমন্ত্রণে দূতাবাসে যান এবং চীনা পরীর কাহিনী শোনেন, চীনা চলচ্চিত্র দেখেন এবং চীনা শিশুদের সঙ্গে সময় কাটায়। চীনা পরীর কাহিনী শোনার পর, শিশুদের মনে প্রশ্ন জেগে ওঠে, "চীনের লোকেরা কেন চপস্টিক্স দিয়ে খায়? চীনা শিশুরা প্রতিদিন কি করে? তারা কি খেলাধুলা পছন্দ করেন? চীনের সবচেয়ে বিখ্যাত প্রাণী কি? চীনে বিটল আছে কি?"

জার্মান শিশুদের সুন্দর প্রশ্নের পিছনে রয়েছে চীন সম্পর্কে তাদের আগ্রহ। চীনের চারটি শিশু প্রশ্নগুলোর উত্তর দিয়েছে এবং পরিবেশ অনেক প্রাণবন্ত ও আনন্দদায়ক ছিল। একটি জার্মান শিশু বলে যে আজকের কর্মকাণ্ডের মাধ্যমে সে জানতে পেরেছে যে, চীনের জনসংখ্যা এক বিলিয়নেরও বেশি। চীনের শিশুদের জীবন তাদের থেকে আলাদা নয়। তাদের ক্লাসে তাদের হোমওয়ার্ক করতে হয় এবং চীনে সুন্দর দৈত্য- প্যান্ডাস আছে। দুই শিশু বলে যে তারা ইতিমধ্যে চীনা ভাষা শিখতে শুরু করেছে। যখন তারা বড় হয়ে উঠবে, তখন তাদের চীনে যেতে হবে।

জার্মান ফেয়ারি টেল অ্যাসোসিয়েশনের সভাপতি ফিশার বলেন, দেশের মধ্যে বোঝা এবং যোগাযোগ প্রচার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শিশুরা। তারা পরীর কাহিনী থেকে শিখবে যে, বিভিন্ন দেশে তাদের স্বপ্ন ও জীবনগুলিতে সাধারণ মিল রয়েছে। এভাবেই তারা পারস্পরিক বোঝার গভীরতা অর্জন করবে। এই ধরনের কাজের মাধ্যমে, বিশেষ করে পরী গল্পগুলির মাধ্যমে একটি নতুন দেশ ও সংস্কৃতি জানার জন্য শিশুদের একটি শুভসূচনা।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040