পাকিস্তানে চীনা রাষ্ট্রদূত ও পাক পরিকল্পনা উন্নয়নমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত
  2018-11-27 18:35:23  cri
নভেম্বর ২৭: গতকাল (সোমবার) পাকিস্তানের চীনা দূতাবাসে চীনা রাষ্ট্রদূত ইয়াও চিং ও পাক পরিকল্পনা উন্নয়নমন্ত্রী মাখদুম খসরু বৈঠক করেছেন।

করাচির চীনা কনসুলেটে সন্ত্রাসী হামলায় আন্তরিক দুঃখ প্রকাশ করেন পাক মন্ত্রী। তিনি বলেন, চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর প্রকল্প ও সংশ্লিষ্ট নিরাপত্তা সার্বিকভাবে জোরদার করবে পাক কর্তৃপক্ষ। চীনের সঙ্গে এই করিডোর-কেন্দ্রিক জীবিকা ও শিল্পসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা মজবুত করতে আগ্রহী পাকিস্তান।

করাচির সন্ত্রাসী হামলায় নিহত পাক পুলিশের জন্য শোক প্রকাশ করেন রাষ্ট্রদূত ইয়াও। সংশ্লিষ্ট প্রকল্প সুষ্ঠুভাবে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে পাকিস্তান কার্যকর নিরাপত্তা ব্যবস্থা নেবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

(ওয়াং হাইমান/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040