লিউ সি জু
  2018-11-27 14:34:13  cri


প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা কেমন আছেন, বেইজিং থেকে প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান 'সুরের ধারায়' আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমি শুয়েই ফেইফেই।

প্রতি সপ্তাহের এই সময় আমার কাছে খুব আনন্দের এবং সৌভাগ্যের। কারণ, এই সময় আপনাদের সঙ্গে সংগীতের মাধ্যমে মনের কিছু কথা বলতে পারি। যদিও বেইজিং ও বাংলাদেশের মধ্যে ভৌগোলিক দূরত্ব অনেক বেশি, তবে সংগীতের কোনো সীমানা নেই। আপনাদের সঙ্গে সুন্দর গান শুনতে শুনতে অনুভব করি যেন আমি আপনাদের সঙ্গেই আছি; এটি আমার জন্য খুব সুন্দর মুহূর্ত!

আচ্ছা, আপনারা কি প্রস্তুত? চলুন তাহলে, আমার সঙ্গে প্রবেশ করুন সংগীতের পৃথিবীতে।

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের খুব জনপ্রিয় গায়িকা লিউ সি জুনের সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান আপনাদের শোনাবো। প্রথমে শুনুন তার কন্ঠে 'ভালোবাসার বাগান' নামের গানটি।

লিউ সি জু ১৯৮৮ সালের ৩০ এপ্রিল চীনের সেনচেন শহরে জন্মগ্রহণ করেন। চীনের বিখ্যাত পপ কন্ঠশিল্পী এবং গীতিকার তিনি। ২০১০ সালে তিনি চীনের সিংহাই মিউজিক বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

২০০৪ সালে তিনি তার প্রথম গান 'শামুক' প্রকাশ করেন। ২০০৬ সালে তিনি ব্রিটেনের বিখ্যাত কন্ঠশিল্পী রবিন উইলিয়াম্সের সঙ্গে দ্বৈতকণ্ঠে 'better man' গানটি গেয়েছেন। ২০০৯ সালে তিনি চীনের খুব বিখ্যাত সঙ্গীত প্রতিযোগিতা 'সুপার গোলে' অংশ নিয়ে পঞ্চম পুরস্কার পেয়েছেন। এখন শুনুন লিউ সি জুনের গান 'শামুক'।২০১০ সালে লিউ সি জুনের প্রথম অ্যালবাম 'ভালোবাসার বাগান' প্রকাশিত হয়। এই অ্যালবামের অন্যতম একটি গান 'আমি খুব খুশি' সারা চীনে খুব জনপ্রিয়। ২০১১ সালে তার আরেকটি অ্যালবাম 'ভোর' প্রকাশিত হয়। একই বছর তিনি চীনের 'সঙ্গীত তালিকা'র সবচেয়ে জনপ্রিয় গায়িকার পুরস্কার লাভ করেন। এখন শুনুন লিউ সি জুনের কন্ঠে আরেকটি সুন্দর গান; গানের নাম 'হঠাৎ তোমায় দেখেছি'।২০১৫ সালে তার আরেকটি অ্যালবাম 'যখন আমার কাছে কেউ নেই' প্রকাশিত হয়। এই অ্যালবামের জন্য তিনি চীনের 'সোনালি সঙ্গীত' পুরস্কারের শ্রেষ্ঠ গায়িকার পুরস্কার জেতেন। ২০১৭ সালে তার পঞ্চম অ্যালবাম 'আমার মতো' রিলিজ হয়। বন্ধুরা, এখন শুনুন লিউ সি জুনের গান 'এই মুহূর্তে নদীর ওই পাশে'। 

গান গাওয়া ছাড়া লিউ সি জুন গণকল্যাণমূলক কাজে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন এবং অবদান রেখেছেন।

২০১০ সালে তিনি একটি লাইভ কনসার্টের আয়োজন করেন এবং এই কনসার্ট থেকে আসা অর্থ চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দরিদ্র এলাকায় দান করেন। ২০১০ সালের ২৬ ডিসেম্বর, রাশিয়ার সেন্ট পিটারসবার্গে অনুষ্ঠিত 'বিশ্বের বাঘ সংরক্ষণ শীর্ষসম্মেলনে' তিনি চীনের একমাত্র আমন্ত্রিত গায়িকা হিসেবে পারফর্ম করেন। বন্ধুরা, এখন শুনুন লিউ সি জুনের গান 'আনন্দ-মেয়ে'। 

লিউ সি জুন কুয়াং তুং প্রদেশের মেই চৌ শহরের খুব সাধারণ এক পরিবারে জন্মগ্রহণ করেন। তার মা একটি কোম্পানির কর্মী। তার বাবা বহু বছর ধরে অন্য প্রদেশে চাকরি করেন। মাধ্যমিক স্কুলে পড়াকালীন তার বাবা-মা বিবাহবিচ্ছেদ করেন এবং এরপর থেকে লিউ সি জুন মায়ের সঙ্গে জীবনযাপন করতে থাকেন। যখন তার বয়স মাত্র চার-পাঁচ বছর, তখন লিউ সি জুন পুরো একটি গানের সব কথা মুখস্ত করতে পারতেন। বন্ধুরা, এখন শুনুন লিউ সি জুনের আরেকটি গান; গানের নাম 'জীবনের পথে হাঁটাহাঁটি করা'।তিনি সেনচেন শহরের সাথৌচিয়াও হাই স্কুলের সঙ্গীত বিষয়ে লেখাপড়া করেন। তখন থেকে তিনি সার্বিকভাবে সঙ্গীতসম্পর্কিত জ্ঞান অর্জন করতে শুরু করেন। স্কুলে লেখাপড়ার সময় তিনি একটানা দুই বছর ধরে স্কুলের শীর্ষ গায়িকার পুরস্কার পেয়েছেন। এই কারণে তিনি সঙ্গীতকে আরো ভালোবাসতে পেরেছেন।

প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন শুনুন লিউ সি জুনের কন্ঠে আরেকটি গান; গানের নাম 'তখন আমি'। 

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে প্রধানত আপনাদেরকে চীনের জনপ্রিয় গায়িকা লিউ সি জুন-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। বিদায় নেওয়ার আগে আপনাদের শোনাবো তার আরেকটি গান; গানের নাম 'তার কথা ভুলে যাও'।

(শুয়েই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040