আজকের টপিক: পরিবেশ রক্ষা করতে কি করা যায়?
  2018-11-26 15:49:47  cri



বর্তমানে জলবায়ু পরিবর্তন সমস্যা মানবজাতির সামনে সবচেয়ে বড় যৌথ চ্যালেঞ্জ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএইচও গত মে মাসে এক খবরে জানিয়েছে, বিভিন্ন ব্যবস্থা নেওয়ার পরও প্রতি বছর বিশ্বে বায়ুদূষণের কারণে ৭০ লাখ মানুষ মারা যায়।

সংস্থাটি জানায় বায়ুদূষণের কারণে স্ট্রোক, হৃদরোগ, ফুসফুসের ক্যান্সার এবং শ্বাসপ্রশ্বাসের অঙ্গে সংক্রমণ হতে পারে। এসব কারণে এখনও প্রতি বছর বিশ্বে ৭০ লাখ মানুষ মারা যাচ্ছে।

বিভিন্ন তথ্যে দেখা যায়, বিশ্বের নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে বায়ুদূষণের কারণে সৃষ্ট রোগে ৯০ শতাংশের বেশি মানুষের মৃত্যু হচ্ছে। এসব দেশের বেশিরভাগই এশিয়া ও আফ্রিকা অঞ্চলে অবস্থিত।

দূষণ মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানি ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

 

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040