বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনীকেন্দ্রের নির্মাণকাজ পর্যবেক্ষণ করলেন চীনা রাষ্ট্রদূত
  2018-11-26 10:16:55  cri

নভেম্বর ২৬: গত শনিবার ঢাকায় চীনা রাষ্ট্রদূত চাং জুও ও বাংলাদেশের টেকসই উন্নয়নবিষয়ক শীর্ষ সমন্বয় কর্মকর্তা মোহাম্মাদ আবুদল কালাম আজাদ চীনের সহায়তায় নির্মাণাধীন বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনীকেন্দ্র পরিদর্শন করেন।

চীনা রাষ্ট্রদূত বলেন, তাঁর দেশ প্রকল্পের নির্মাণকাজ সময়মতো শেষ করবে এবং দ্বিপক্ষীয় আর্থ-বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন ও বাংলাদেশের বাণিজ্যিক সামর্থ্য বাড়ানোর ক্ষেত্রে অবদান রাখবে। তিনি আশা করেন, দু'দেশ পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করবে এবং এ ধরনের আরও প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে উভয়ের জন্য কল্যাণ সৃষ্টি করবে।

এসময় জনাব আজাদ বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনীকেন্দ্রের নির্মাণকাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ এবং চীনা দূতাবাস ও চীনা শিল্পপ্রতিষ্ঠানের কাজের প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশ চীনের নিঃস্বার্থ সাহায্য ও ব্যাপক সমর্থনের জন্য কৃতজ্ঞ। বাংলাদেশ চীনা শিল্পপ্রতিষ্ঠাকে সময়মতো প্রকল্পের কাজ শেষ করতে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দেবে বলেও তিনি প্রতিশ্রুতি দেন। (শুয়েই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040