'মানলি'
  2018-11-26 09:33:13  cri



বন্ধুরা, আজকের অনুষ্ঠানের শুরুতে আমি আপনাদেরকে চীনের মঙ্গোলিয়া জাতির একজন নারী কন্ঠশিল্পীর পরিচয় তুলে ধরবো। তিনি হলেন উলানতুইয়া। তিনি ইনার মঙ্গোলিয়ার হোর্ছিন (Horqin) তৃণভূমিতে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনের সাহিত্য ও শিল্প মহল ফেডারেশনের দশম জাতীয় প্রতিনিধি সম্মেলনের প্রতিনিধি, চীনা সাহিত্য ও শিল্প স্বেচ্ছাসেবক সমিতির সদস্য, চীনা সংগীতবিদ সমিতির প্রতিনিধি, চীনের সবচেয়ে সুন্দর স্বেচ্ছাসেবক, ইনার মঙ্গোলিয়ার যুবক ফেডারেশনের সদস্য এবং চীনা পপ লোক নারী কন্ঠশিল্পী। তিনি মিনজু ইউনিভার্সিটি অব চায়না থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। প্রথমে শোনাবো তাঁর কন্ঠে 'মানলি' নামের গান। 'মানলি' এক মেয়ের নাম। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন উলানতুইয়া'র কন্ঠে 'মানলি' নামের গান। ২০১১ সালে তিনি প্রথম অ্যালবাম প্রকাশ করেন। ২০১২ সালে তিনি চীনা নাগরিকদের প্রিয় সংগীতের পুরস্কার লাভ করেন। সে বছরের ডিসেম্বর মাসে তাঁর কন্ঠে সংগীত চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটি'র প্রচার বিভাগের 'চীনা স্বপ্ন' বিশিষ্ট সংগীতের নামতালিকায় অন্তর্ভুক্ত হয়। এরপর তিনি ছিংদাও শহরে কনসার্ট আয়োজন করেন। ২০১৩ সালে যুক্তরাষ্ট্রের টিভি চ্যানেলের মাধ্যমে তৃণভূমি'র লোকসংগীত বিশ্বের সামনে তুলে ধরেন। একই বছর তিনি দু'টি নতুন সংগীত প্রকাশ করেন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'সুন্দর তৃণভূমি হল আমার বাড়ি' শীর্ষক গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন উলানতুইয়া'র কন্ঠে 'সুন্দর তৃণভূমি হল আমার বাড়ি' নামের গান। ২০১৫ সালের ৮ সেপ্টেম্বর তাঁর নিজের সুর করা প্রথম গান প্রকাশিত হয়। তাঁর সংগীত চীনা সাহিত্য ও শিল্প স্বেচ্ছাসেবকের বিশিষ্ট সংগীতের নামতালিকায় অন্তর্ভুক্ত হয়। ২০১৬ সালের ১৫ সেপ্টেম্বর তিনি শাংহাইসহ সারা চীনের দশটি শহরে কনসার্ট আয়োজন করেন। ২০১৭ সালে পুনরায় সারা চীনে ট্যুর কনসার্ট আয়োজন করেন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'মঙ্গোলীয় জাতির মেয়ে' নামের গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন মঙ্গোলীয় জাতির নারী কন্ঠশিল্পী উলানতুইয়া'র কন্ঠে কয়েকটি গান। এখন আমি আপনাদেরকে কন্ঠশিল্পী হু সিয়া'র সঙ্গে পরিচয় করিয়ে দেবো। তিনি ১৯৯০ সালের পয়লা মার্চ কুয়াংসি চুয়াং জাতির স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী নাননিং শহরের সিসিয়াংথাং জেলায় জন্মগ্রহণ করেন। তিনি একজন কন্ঠশিল্পী ও অভিনেতা। তিনি ২০১০ সালে চীনের তাইওয়ানের ষষ্ঠ সুপার স্টার এভিনিউ সংগীত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন। এরপর তিনি সোনি মিউজিক কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'সে বছরগুলো' শীর্ষক গান শোনাবো। গানটি একটি চলচ্চিত্রের থিম সং। আশা করি, আপনারা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন হু সিয়া'র কন্ঠে 'সে বছরগুলো' নামের গান। ২০১০ সালে তিনি প্রথম অ্যালবাম প্রকাশ করেন। অ্যালবামটির কারণে তিনি সিঙ্গাপুরের ১৭তম গোল্ডেন সংগীত প্রতিযোগিতার শ্রেষ্ঠ নতুন কন্ঠশিল্পীর পুরস্কার লাভ করেন। ২০১১ সালে তিনি 'সে বছরগুলো' নামের সংগীত প্রকাশ করেন। গানটির কারণে তিনি চীনের হংকং, তাইওয়ান ও মূল ভূভাগের বিভিন্ন সংগীত-প্রতিযোগিতায় পুরস্কার লাভ করেন। ২০১২ সালে তিনি চলচ্চিত্রে অভিনয় করা শুরু করেন। একই বছরে তিনি নতুন অ্যালবাম প্রকাশ করেন। মার্চ মাসে তিনি নিজের প্রথম কনসার্ট আয়োজন করেন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'সুখ এখানে আছে' নামের গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন কন্ঠশিল্পী হু সিয়া'র কন্ঠে কয়েকটি গান। এখন আমি আপনাদের সামনে সিঙ্গাপুরের একজন কন্ঠশিল্পীর পরিচয় তুলে ধরবো। তিনি হলেন আদু। আদু'র আসল নাম দু ছেং ই। তিনি ১৯৭৩ সালের ১১ মার্চ মাসে সিঙ্গাপুরে জন্মগ্রহণ করেন। বিনোদনজগতে প্রবেশ করার আগে তিনি একজন নির্মাণশ্রমিক ছিলেন। কোনো একদিন তিনি বন্ধুর সঙ্গে একটি সংগীত প্রতিযোগিতা অংশ নেয়ার পর বিচারকদের নজরে পড়েন। এরপর তিনি সংগীত কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন। ২০০২ সালে তার প্রথম অ্যালবাম প্রকাশিত হয়। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'শেষ পর্যন্ত লাঠি' নামের গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারও আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান। (ছাই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040