দেশের শান্তিপূর্ণ প্রক্রিয়ায় যোগ দিতে তালিবানের প্রতি আফগান প্রেসিডেন্টের আহ্বান
  2018-11-23 10:12:13  cri
নভেম্বর ২৩: সশস্ত্র কর্মকাণ্ড পরিত্যাগ করে যত দ্রুতসম্ভব দেশের শান্তিপূর্ণ প্রক্রিয়ায় যোগ দিতে এবং যৌথভাবে দেশের স্থায়ী শান্তির জন্য প্রচেষ্টা চালাতে তালিবান সংগঠনের প্রতি আহ্বান জানিয়েছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি।

গতকাল (বৃহস্পতিবার) তিনি আফগানিস্তানের পূর্বাঞ্চলে গজনি প্রদেশে অনুষ্ঠিত এক সম্মেলনে ভাষণে এ আহ্বান জানান।

তিনি বলেন, আফগান জনগণের স্বাধীন ও সমান জীবন প্রয়োজন। আফগান সরকার স্থিতিশীল ও সহনশীল সামাজিক ব্যবস্থা প্রতিষ্ঠার যথাসাধ্য প্রচেষ্টা চালায় এবং গণতন্ত্র বাস্তবায়ন হলো সশস্ত্র সংঘর্ষ অবসানের প্রধান পদ্ধতি।

সম্প্রতি কাবুলে সংঘটিত বিস্ফোরণ হামলা নিয়ে ঘানি বলেন, এই হামলার নিন্দা করে তালিবান। তবে শুধুমাত্র নিন্দা করাই যথেষ্ট নয়। তালিবানকে প্রথমে নানা ধরনের আত্মঘাতী বিস্ফোরণ হামলা বন্ধ করা এবং দেশের শান্তিপূর্ণ প্রক্রিয়ায় যোগদান করা উচিত।

অন্য এক খরবে জনা গেছে, সম্প্রতি ১১ জনের একটি দল গঠনে অনুমোদন দেন ঘানি। যাতে তালিবানের সঙ্গে সরকারের রাজনৈতিক সংলাপকে এগিয়ে নিয়ে যাওয়া যায়।

এর আগে ঘানি প্রকাশ্যে জানান, আফগান সরকার পূর্বশর্ত না থাকার ভিত্তিতে তালিবানের সঙ্গে সংলাপ চালাতে ইচ্ছুক। (লিলি/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040