২০১৮ সালে চীনের শীর্ষ ১০ ধনী ব্যক্তি
  2018-11-21 16:44:24  cri

সম্প্রতি ফোর্বস ম্যাগাজিন চীনের ৪০০ জন শীর্ষস্থানীয় ধনী ব্যক্তির তালিকা প্রকাশ করেছে। ম্যাগাজিনের প্রকাশিত অনুযায়ী সবচেয়ে ধনী ব্যক্তির সম্পদের পরিমাণ ৫৮০ কোটি ইউয়ান বা ৮৩৫ মিলিয়ন মার্কিন ডলার। তাদের মোট সম্পদের পরিমাণ এ বছর ৭.৯ ট্রিলিয়ন ইউয়ান।

এর মধ্যে রাজধানী বেইজিংয়ে সবচেয়ে বেশি ধনী মানুষ রয়েছে। তালিকার ৬৭ জনের অবস্থানই বেইজিং শহরে। ৭২ জন ধনী ব্যক্তি উত্পাদনশীল কাজ ও আবাসন খাতের সঙ্গে জড়িত।

এই ৪০০ জনের মধ্যে ১৫ জন বেশ তরুণ। তাদের বয়স ৪০ বছরের নীচে।

পাশাপাশি ওষুধশিল্প ও স্বাস্থ্য খাতের সঙ্গে জড়িত ৪৩ জন এই ধনী মানুষের তালিকায় স্থান পেয়েছেন।

মঙ্গলবার চীনের চায়না ডেইলি পত্রিকা এ সম্পর্কে একটি রিপোর্ট প্রকাশ করেছে। আমরা আজ সে বিষয়েই অলোচনা করব।








© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040