প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ডেনমার্কের নয়া রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  2018-11-20 18:39:44  cri
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ডেনমার্কের নতুন রাষ্ট্রদূত উইলি স্ট্রাপ পিটারসেন। মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী কার্যালয়ে এ সাক্ষাৎ করেন তিনি।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম জানান, ডেনিশ রাষ্ট্রদূত বাংলাদেশ ও ডেনমার্কের মধ্যে বিদ্যমান সম্পর্কে সন্তোষ প্রকাশ করে বলেন ভবিষ্যতে এ সম্পর্ক আরো দৃঢ় হবে। রাষ্ট্রদূত বাংলাদেশে নারীর ক্ষমতায়নের প্রশংসা করে বলেন, এটা বিশ্বের অন্যান্য দেশের কাছে অনুকরণীয় হতে পারে। মিয়ানমারকে রোহিঙ্গাদের যথাযথ মর্যাদা ও নিরাপত্তা দিয়ে নিজ দেশে ফিরিয়ে নিতে হবে বলেও মন্তব্য করেন ড্যানিশ রাষ্ট্রদূত।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040