ঢাকায় বাংলাদেশের পররাষ্ট্রসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাত
  2018-11-20 15:11:05  cri

নভেম্বর ২০: গতকাল (সোমবার) বাংলাদেশে চীনা দূতাবাসে বাংলাদেশের পররাষ্ট্রসচিব মোঃ শহীদুল হকের সঙ্গে সাক্ষাত করেন চীনা রাষ্ট্রদূত চাং জো। চীনা দূতাবাসের রাজনৈতিক কাউন্সিলার ছেন উই, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব এশিয়া ও প্যাসিফিক উইং-এর মহাসচিব ফাইসাল আহমেদ এসময় উপস্থিত ছিলেন।

সাক্ষাতে চীনা রাষ্ট্রদূত চাং বলেন, বর্তমানে চীন ও বাংলাদেশের সম্পর্ক দিন দিন উন্নত হচ্ছে। চলতি বছরের শুরুতে পররাষ্ট্রসচিব শহিদুল হকের নেতৃত্বে একটি প্রতিনিধিদল চীন সফর করে এবং দু'দেশের একাদশ কূটনৈতিক আলোচনায় অংশ নেয়। তখন দু'পক্ষ বিভিন্ন ক্ষেত্রের বাস্তবভিত্তিক সহযোগিতা নিয়ে গুরুত্বপূর্ণ ঐকমত্যেও পৌঁছায়। দ্বিপক্ষীয় সম্পর্কের সুষ্ঠু উন্নয়নে ঢাকায় চীনা দূতাবাস বাংলাদেশের সঙ্গে যৌথ প্রচেষ্টা চালিয়ে যেতে ইচ্ছুক বলেও তিনি জানান।

জবাবে বাংলাদেশের পররাষ্ট্রসচিব শহিদুল হক তাঁর চীন সফরের স্মৃতি স্মরণ করে বলেন, ওই কূটনৈতিক আলোচনা দু'দেশের সম্পর্ক উন্নয়নের জন্য ছিল খুব গুরুত্বপূর্ণ। বাংলাদেশ চীনের সঙ্গে বিনিময় ও যোগাযোগ জোরদার করতে, চীন-বাংলাদেশ সহযোগিতার নতুন ক্ষেত্র সম্প্রসারণ করতে এবং বাংলাদেশ-চীন কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্ক ও বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতাকে এগিয়ে নিয়ে যেতে ইচ্ছুক।

এসময় রোহিঙ্গা সমস্যাসহ বিভিন্ন বিষয় নিয়েও মত বিনিময় করেন চীনা রাষ্ট্রদূত ও বাংলাদেশের পররাষ্ট্রসচিব। (শুয়েই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040