জাতীয় নির্বাচনের আগে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া স্থগিত থাকবে
  2018-11-19 18:51:27  cri
৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচনের তারিখ ঘোষিত হওয়ায় নির্বাচনের আগে আর রোহিঙ্গা প্রত্যাবাসন কাজ শুরু করা যাবে না। আর ভাষাণচরে তাদের স্থানান্তরের কাজও স্থগিত থাকবে।

রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে এ সব কথা জানান বাংলাদেশের শরণার্থী ও ত্রাণ বিষয়ক কর্মকর্তা আবুল কালাম। বলেন, নির্বাচনের পর সরকার নতুন করে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে। তিনি বলেন, মিয়ানমার প্রত্যাবাসন চাইলে রোহিঙ্গাদের নাগরিকত্বের বিষয়ে একটি সুস্পষ্ট পথনির্দেশনা প্রস্তাব করতে হবে। আগামী মাসে প্রত্যাবাসন বিষয়ক দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশ এ বিষয়টি তুলে ধরবে বলে জানান আবুল কালাম।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040