মাদার অফ হিউম্যানিটি সমাজকল্যাণ পদক নীতিমালায় মন্ত্রিসভার অনুমোদন
  2018-11-19 18:50:58  cri
সমাজকল্যাণমূলক কাজে বিশেষ অবদানের জন্য আগামী বছর থেকে মাদার অফ হিউম্যানিটি সমাজকল্যাণ পদক দেবে সমাজকল্যাণ মন্ত্রণালয়।

সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানান, এ পুরস্কারে ৫টি ক্যাটাগরি থাকবে। প্রথমত: বয়স্ক, বিধবা, স্বামী পরিত্যাক্তা নারীদের কল্যাণে কাজ করা, প্রান্তিক ও অনগ্রসর জনগোষ্ঠীর কল্যাণে কাজ করা, প্রতিবন্ধী জনগোষ্ঠীর কল্যাণে কাজ করা, সুবিধা বঞ্চিত শিশু ও কয়েদি এবং মেধা ও মননের বিকাশের মাধ্যমে সমাজে শান্তি ও উন্নয়নে ভূমিকা রাখার জন্য এ পদক দেয়া হবে। পুরস্কারের হিসেবে একটি স্বর্ণপদক ও ২ লাখ টাকা অর্থপুরস্কার দেয়া হবে।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040