নির্বাচনে ইসির চাহিদা অনুযায়ী নিরাপত্তা: স্বরাষ্ট্রমন্ত্রী
  2018-11-18 19:03:07  cri
আগামী জাতীয় নির্বাচনে নির্বাচন কমিশন যে ভাবে নিরাপত্তা চাইবে সেই অনুযায়ী নিরাপত্তা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রোববার দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। জানান নির্বাচনকে কেন্দ্র করে ৫ লাখ আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েনের জন্য প্রস্তুত করা হচ্ছে। অবৈধ অস্ত্র উদ্ধারে যে প্রক্রিয়া চলমান রয়েছে সে বিষয়েও কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করা হবে। এ ছাড়া নির্বাচনের কারণে থার্টি ফার্স্ট্র নাইট উদযাপন থেকে বিরত থাকতে আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এদিকে সাভারে এক অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন, দায়িত্ব দেওয়া হলে নির্বাচনে সেনাবাহিনী পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040