এপেক শিল্প ও বাণিজ্য শীর্ষসম্মেলনে সি চিন পিংয়ের বক্তব্য আন্তর্জাতিক মহলে প্রশংসিত
  2018-11-17 18:25:25  cri
নভেম্বর ১৭: চীনা প্রেসিডেন্ট সি চিন পিং আজ (শনিবার) পাপুয়া নিউ গিনিতে আয়োজিত ২০১৮ সালের এপেক শিল্প ও বাণিজ্য শীর্ষসম্মেলনে যে-ভাষণ দিয়েছেন, আন্তর্জাতিক মহলে তা প্রশংসিত হয়েছে।

পাপুয়া নিউ গিনি'র ব্যাংকিং কোম্পানির চেয়ারম্যান অ্যান্ডি কোনানু প্রেসিডেন্ট সি'র বক্তব্য শোনার পর বলেন, উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর উচিত যৌথ-উন্নয়নের পথ বেছে নেওয়া।

অস্ট্রেলিয়ায় চীনের 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ শিল্প সহযোগিতা কেন্দ্রের পরিচালক দং চিন মনে করেন, বাণিজ্য উন্নয়ন-প্রক্রিয়াকে বেগবান করা ও আন্তর্জাতিক অবাধ বাণিজ্য-ব্যবস্থা সুরক্ষা করতে, 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগের কাঠামোয় চীন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে।

সাউথ প্যাসিফিক পোস্ট ক্যুরিয়ার-এর সাংবাদিক রবার্ট আপালা বলেন, প্রেসিডেন্ট সি এপেকের সদস্যদেশগুলোর মধ্যে উন্নয়নশীল দেশগুলোর সঙ্গে সহযোগিতা ও তাদের উন্নয়নে সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এ-কারণে পাপুয়া নিউ গিনির জনগণ তাকে ধন্যবাদ জানায়। (ছাই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040