পাশ্চাত্যের গণমাধ্যমে প্রেসিডেন্ট সি'র পাপুয়া নিউ গিনি সফর
  2018-11-17 18:20:03  cri
নভেম্বর ১৭: পাপুয়া নিউ গিনিতে চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সফর পাশ্চাত্যের গণমাধ্যমগুলোতে যথেষ্ট গুরুত্ব পেয়েছে। গত কয়েকদিন ধরেই গণমাধ্যমগুলোতে বিভিন্ন মন্তব্য করা হয়েছে।

অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)-র খবরে বলা হয়েছে, পোর্ট মোরেসবিতে চীনের নির্মিত সড়ক, আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্র ও বাসস্টেশন আছে। চীন বরাবরই দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোকে আন্তরিকভাবে সহায়তা দিয়ে আসছে। স্থানীয় বাসিন্দারা চীনকে তাঁদের সত্যিকারের বন্ধু মনে করে।

খবরে সামোয়ার প্রধানমন্ত্রীর বরাত দিয়ে বলা হয়েছে, এতদঞ্চলে চীনের সাহায্যের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলা প্রশান্ত মহাসাগরীয় দ্বিপ দেশগুলোর জন্য অপমানকর। দ্বিপদেশগুলো বিশ্বাস করে, চীন হল তাদের উন্নয়নপরিকল্পনা বাস্তবায়ন, জনগণের স্বার্থ রক্ষা ও বিশ্বব্যাপী চ্যালেঞ্জ মোকাবিলার গুরুত্বপূর্ণ অংশীদার। দ্বীপদেশগুলো ইতিবাচকভাবে 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগে অংশ নিতে চায়। ইতোমধ্যেই চীন ও দ্বীপদেশগুলোর সার্বিক সহযোগিতার নতুন যুগ শুরু হয়েছে। (ছাই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040