চীন-ব্রুনেই সম্পর্ক জোরদারের সদিচ্ছা আছে: সি চিন পিং
  2018-11-17 15:48:19  cri

নভেম্বর ১৭: আজ (শনিবার), ব্রুনেই সফরে যাবার প্রাক্কালে, সেদেশের একাধিক পত্রিকায় চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের একটি প্রবন্ধ প্রকাশিত হয়। প্রবন্ধটির শিরোনাম: হাতে হাত রেখে চীন-ব্রুনেই সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা করা।

প্রবন্ধে চীনের প্রেসিডেন্ট সি লিখেছেন, চীন ও ব্রুনেই পরস্পরের সুপ্রতিবেশী। ১৯৯১ সালে দু'দেশ আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। দু'দেশের কৌশলগত সহযোগিতামূলক সম্পর্ক দিন দিন জোরদার হচ্ছে; বাস্তবভিত্তিক পারস্পরিক সহযোগিতা উন্নত থেকে উন্নততর হচ্ছে; আন্তর্জাতিক ও আঞ্চলিক ব্যাপারে দু'দেশ পরস্পরকে সমর্থন ও সহযোগিতা দিয়ে যাচ্ছে। দু'দেশের সম্পর্ক ইতিহাসের সবচেয়ে ভালো সময় অতিক্রম করছে।

প্রেসিডেন্ট সি আরও লিখেছেন, চলতি বছর হচ্ছে চীনের সংস্কার ও উন্মুক্তকরণের ৪০তম বার্ষিকী এবং 'এক অঞ্চল, এক পথ' প্রস্তাব উত্থাপনের পঞ্চম বার্ষিকী। চীন সংস্কার ও উন্মুক্তকরণে অবচিল থাকবে এবং প্রতিবেশী দেশগুলোর জনগণের জন্য আরও বেশি কল্যাণ বয়ে আনতে সচেষ্ট থাকবে। দু'দেশের উচিত পারস্পরিক বোঝাপড়া গভীরতর করা, মৈত্রী সম্প্রসারণ করা, সহযোগিতা জোরদার করা, ও দ্বীপক্ষীয় সম্পর্কের উন্নয়ন ত্বরান্বিত করা। (শুয়েই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040