পোর্ট মোরেসবিতে চীনের প্রেসিডেন্ট ও পাপুয়া নিউ গিনির প্রধানমন্ত্রীর সাক্ষাত্
  2018-11-16 19:06:57  cri
নভেম্বর ১৬: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং আজ (শুক্রবার) পোর্ট মোরেসবিতে পাপুয়া নিউ গিনির প্রধানমন্ত্রী পিটার ও'নেইল'র সঙ্গে সাক্ষাত্ করেন। দু'নেতা চীন-পাপুয়া নিউ গিনি ঐতিহ্যগত বন্ধুত্বের উচ্চ পর্যায়ের মূল্যায়ন করেন এবং একমত হন যে, দু'দেশ নতুন সার্বিক কৌশলগত অংশীদারি সম্পর্ক প্রতিষ্ঠা করবে। প্রেসিডেন্ট সি বলেন, এ সফরে আমাকে গ্র্যান্ড অভ্যর্থনা ও স্বাগত জানানোয় আমি পাপুয়া নিউ গিনি সরকার ও জনগণকে আন্তরিক ধন্যবাদ জানাই। সাম্প্রতিক বছরগুলোতে দু'দেশের উচ্চ পর্যায়ের বিনিময় আরো ঘনিষ্ঠ হয়েছে, কার্যকর সহযোগিতার ফলাফলও অনেক বেশি। দেশের অবস্থার সঙ্গে উপযুক্ত উন্নয়নপথ নির্বাচনে চীনের সমর্থন আছে। পাপুয়া নিউ গিনি দৃঢ়ভাবে 'এক চীন নীতি' অনুসরণ করায় চীন প্রশংসা করে। দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার জন্য নতুন সার্বিক কৌশলগত অংশীদারি সম্পর্ক প্রতিষ্ঠা করবে বেইজিং। প্রেসিডেন্ট সি জোর দিয়ে বলেন, দু'দেশের উচিত উচ্চ পর্যায়ের বিনিময়কে নেতৃত্ব হিসেবে কৌশলগত পারস্পরিক আস্থা বাড়ানো। প্যাসিফিক দ্বীপ অঞ্চলে চীনের সঙ্গে 'এক অঞ্চল, এক পথ' সহযোগিতামূলক চুক্তি স্বাক্ষর করার প্রথম দেশ পাপুয়া নিউ গিনি। দু'দেশের উচিত 'এক অঞ্চল, এক পথ' কাঠামোতে কৌশলগত যোগাযোগ জোরদার করা। প্রধানমন্ত্রী ও'নেইল বলেন, প্রেসিডেন্ট সি'র সফর আমার দেশের একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক মুহূর্ত। পাপুয়া নিউ গিনি দৃঢ়ভাবে 'এক চীন নীতি' অনুসরণ করে। অবকাঠামো, শিক্ষাসহ বিভিন্ন ব্যাপারে চীন সরকারের সহায়তা এবং তাঁর দেশের উদ্যোগে এপেক নেতাদের আনুষ্ঠানিক বৈঠকে চীনের সমর্থনের জন্য চীনকে ধন্যবাদ জানান। চীনের সঙ্গে একসাথে চেষ্টা করে দু'দেশের সম্পর্ক আরো উচ্চ পর্যায়ে এগিয়ে নিয়ে যেতে চেষ্টা করতে ইচ্ছুক তাঁর দেশ। 'এক অঞ্চল, এক পথ' নির্মাণে ইতিবাচক অংশ নেবে তাঁর দেশ। বৈঠকের পর দু'নেতা বিভিন্ন দ্বিপাক্ষিক সহযোগিতামূলক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত হন। (জিনিয়া/টুটুল/লিলি)
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040