চীনে একচেটিয়া অধিকার-বিরোধী আইন জারির দশম বার্ষিকী
  2018-11-16 18:32:07  cri
নভেম্বর ১৬: চলতি বছরের অক্টোবর মাসের শেষ দিক পর্যন্ত চীনে মোট ১৬৫টি একচেটিয়া চুক্তি মামলা তদন্ত করা হয় এবং মোট জরিমানার পরিমাণ ১১ বিলিয়ন ইউয়ান রেনমিনপি ছাড়িয়ে গেছে।

২০০৮ সালের অগাস্ট মাসে চীনে একচেটিয়া অধিকার-বিরোধী আইন জারি করার পর থেকে এখন মোট ১০ বছর পার হয়ে যায়। সংশ্লিষ্ট সংস্থার দায়িত্বশীল কর্মকর্তা জানান, ১০ বছর ধরে চীন ঐক্যবদ্ধ, উন্মুক্ত ও সুশৃঙ্খল বাজার ব্যবস্থা নির্মাণকে এগিয়ে নিয়ে আসছে। তা ছাড়া, দৃঢ়ভাবে ভোক্তাদের স্বার্থ সুরক্ষা করে আসছে এবং আইন অনুযায়ী একচেটিয়া আচরণ দমন করে আসছে।

চীনের একচেটিয়া অধিকার-বিরোধী সংস্থা সমানভাবে দেশি-বিদেশি পুঁজি বিনিয়োগকারী শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে আচরণ করে এবং ন্যায়সঙ্গতভাবে আইন প্রণয়ন করে বলে তিনি জোর দিয়ে বলেন। (লিলি/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040