১৩তম পূর্ব এশিয়া শীর্ষসম্মেলনে অংশগ্রহণ করেছেন চীনা প্রধানমন্ত্রী
  2018-11-16 15:45:25  cri

নভেম্বর ১৬: চীনা প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং গতকাল (বৃহস্পতিবার) বিকেলে সিঙ্গাপুরে ১৩তম পূর্ব এশিয়া শীর্ষসম্মেলনে অংশগ্রহণ করেন। আসিয়ানের ১০টি দেশের শীর্ষনেতা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কোট মোরিসন, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জ্যাসিন্ডা আর্ডেন, মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সও এ সম্মেলনে অংশগ্রহণ করেন। সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়ান লুং সম্মেলন সভাপতিত্ব করেছেন।

সম্মেলনে চীনা প্রধানমন্ত্রী প্রথমে পূর্ব-এশিয়া শীর্ষসম্মেলন প্রতিষ্ঠার ১৩ বছরে আঞ্চলিক সংলাপ ও সহযোগিতা উন্নয়নে দেশগুলোর ইতিবাচক ভূমিকার স্বীকৃতি দেন। পরিবর্তীতে পূর্ব-এশিয়া সহযোগিতা উন্নয়নে তিনি ৫টি প্রস্তাব দেন।

তিনি বহুপক্ষবাদ অনুসরণ করা, অবাধ বাণিজ্য রক্ষা করা, আঞ্চলিক অর্থনৈতিক একীকরণ দ্রুত বাস্তবায়ন করা, আঞ্চলিক টেকসই উন্নয়ন সহযোগিতা উন্নত করা এবং রাজনৈতিক ও নিরাপত্তাবিষয়ক সংলাপ ও সহযোগিতা চালানোর প্রস্তাব দেন।

চীনা প্রধানমন্ত্রী বলেন, বর্তমান দক্ষিণ চীন সমুদ্র পরিস্থিতি সুষ্ঠু ও স্থিতিশীল রয়েছে। এ পরিস্থিতি সংশ্লিষ্ট সব পক্ষের জন্য সহায়ক। আসিয়ানের সদস্য দেশগুলোর সঙ্গে 'দক্ষিণ চীন সাগর আচরণবিধি' আলোচনা আরো সামনে এগিয়ে নিয়ে আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় চেষ্টা চালাতে ইচ্ছুক চীন। বৃহস্পতিবার অনুষ্ঠিত চীন-আসিয়ান শীর্ষসম্মেলনে সংশ্লিষ্ট পক্ষ এ আচরণবিধির প্রথম খসড়ায় একমত হয়েছে। আগামী তিন বছরের মধ্যে এ আচরণবিধি-সংক্রান্ত আলোচনা সম্পূর্ণ করে সবার জন্য একটি অভিন্ন আচরণবিধি তৈরির প্রস্তাব দিয়েছে চীন।

সম্মেলনে 'আসিয়ান স্মার্ট শহরসংক্রান্ত বিবৃতি'সহ কয়েকটি দলিল গৃহীত হয়েছে।

(স্বর্ণা/তৌহিদ)


1  2  3  4  
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040