আসিয়ানের ৩৩তম শীর্ষসম্মেলন ও পূর্ব এশিয়ার সহযোগিতাসংক্রান্ত শীর্ষসম্মেলন শেষ
  2018-11-16 12:02:22  cri
নভেম্বর ১৬: আসিয়ানের ৩৩তম শীর্ষসম্মেলন ও পূর্ব এশিয়ার সহযোগিতাবিষয়ক শীর্ষনেতাদের ধারাবাহিক সম্মেলন গতকাল (বৃহস্পতিবার) সিঙ্গাপুরে শেষ হয়েছে। বহুপক্ষবাদ ও উভয়ের উপকারিতার বিষয়ে এবারের সম্মেলনে জোর দেওয়া হয়েছে।

আসিয়ানের দায়িত্বপ্রাপ্ত পালাক্রমিক চেয়ারম্যান দেশ সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সেইন লোং সমাপনী অনুষ্ঠানে বলেন, গত এক বছরে আসিয়ান আরও ঐক্যবদ্ধ, বলিষ্ঠ, ও নব্যতাপ্রবর্তনের দিকে এগিয়ে গেছে। সিঙ্গাপুর আসিয়ানের বিভিন্ন সদস্যদেশ ও বাইরের অংশীদারি দেশের চেষ্টা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানায়।

তিনি আরও বলেন, আসিয়ান বিভিন্ন দেশের সঙ্গে অব্যাহতভাবে আসিয়ানের অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট কমিউনিটি গঠন করবে। সংস্থাটি জনশক্তি ও সম্পদ কাজে লাগিয়ে জনগণের জীবন-যাত্রার মান উন্নত করতে এবং আসিয়ানের উন্মুক্তকরণ ও সহনশীলতা বজায় রাখার চেষ্টা চালাবে।

(রুবি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040