এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলো আগামী বছর বিশ্বের বৃহত্তম অবাধ চুক্তিতে পৌঁছানোর প্রচেষ্টা চালাচ্ছে
  2018-11-15 18:19:22  cri

নভেম্বর ১৫: এক বছর আগে আসিয়ানের দশটি দেশ এবং চীন, দক্ষিণ কোরিয়া, জাপান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ভারতের নেতৃবৃন্দ ম্যানিলায় প্রথম আঞ্চলিক সার্বিক অর্থনৈতিক অংশীদারি সম্পর্ক চুক্তি (আরসিইপি)-র সম্মেলন আয়োজন করে এবং যৌথ বিবৃতি প্রকাশিত হয়। এক বছর পর আরসিইপি'র ১৬টি দেশের নেতৃবৃন্দ এ সপ্তাহে সিঙ্গাপুরে অনুষ্ঠিত দ্বিতীয় সম্মেলনে একমত হন যে, আরসিইপি'র আলোচনায় বাস্তব অগ্রগতি হয়েছে এবং আলোচনা শেষ পর্যায়ে প্রবেশ করেছে। বিভিন্ন পক্ষ ২০১৯ সালের মধ্যে আরসিইপি'র আলোচনা শেষ করবে। তার মানে বিশ্বের বৃহত্তম অবাধ বাণিজ্যিক চুক্তি আগামী বছরে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সম্পাদিত হবে বলে ধারণা করা হয়।

বর্তমানে বৈশ্বিক একতরফাবাদের অব্যাহত উপস্থিতি, বিপরীত বিশ্বায়ন এবং সংরক্ষণবাদ বাড়ানোর প্রেক্ষাপটে আরসিইপি'র আলোচনার গুরুত্বপূর্ণ তাত্পর্য আছে বলে চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই)-র ভাষ্যকার মনে করেন।

(লিলি/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040