পাপুয়া নিউগিনির গণমাধ্যমে চীনা প্রেসিডেন্ট সি'র স্বাক্ষরযুক্ত প্রবন্ধ প্রকাশ; বিভিন্ন মহলের ব্যাপক প্রশংসা
  2018-11-15 17:00:14  cri
নভেম্বর ১৫: স্থানীয় সময় গতকাল (বুধবার) চীনের প্রেসিডেন্ট সি চিন পিং'র পাপুয়া নিউগিনি সফরের প্রাক্কালে দেশটির 'পোস্ট কুরিয়ার' ও 'দ্যা ন্যাশনাল' পত্রিকায় 'চীন ও প্রশান্ত মহাসাগরীয় দ্বীপগুলো আবার পালতোলা শুরু করুক' শিরোনামে এক স্বাক্ষরযুক্ত প্রবন্ধ প্রকাশিত হয়। প্রবন্ধটি পাপুয়া নিউগিনির বিভিন্ন মহলের ব্যাপক প্রশংসা লাভ করে।

প্রবন্ধে প্রেসিডেন্ট সি বলেন, এবারের সফরে তিনি আবার প্যাসিফিক দ্বীপের ৮টি দেশের নেতাদের আমন্ত্রণ করে একসাথে বন্ধুত্ব শেয়ারিং এবং উন্নয়নের পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন।

পাপুয়া নিউগিনির 'সানডে ক্রনিকল' পত্রিকার সাংবাদিক পল স্টারজা প্রেসিডেন্ট সি'র প্রবন্ধ পড়ার পর বলেছেন, চীন সরকার অল্প সময়ের মধ্যে পাপুয়া নিউগিনির জন্য অনেক অবকাঠামো ব্যবস্থা নির্মাণ করেছে। এজন্য তাঁর দেশ অসংখ্য ধন্যবাদ জানায়।

প্রবন্ধে প্রেসিডেন্ট সি আরো বলেন, প্যাসিফিক দ্বীপ দেশগুলির সঙ্গে কৌশলগত পারস্পরিক আস্থা নতুন পর্যায়ে এগিয়ে নিয়ে যাওয়া উচিত এবং জনগণের মধ্যে মৈত্রীর নতুন অধ্যায় রচনা করা উচিত। (জিনিয়া/টুটুল/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040