'আঞ্চলিক সার্বিক অর্থনৈতিক অংশীদারি সম্পর্ক চুক্তি'র দ্বিতীয় সম্মেলনে চীনের প্রধানমন্ত্রী
  2018-11-15 15:34:54  cri
নভেম্বর ১৫: চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং বুধবার বিকালে সিঙ্গাপুরে আঞ্চলিক সার্বিক অর্থনৈতিক অংশীদারি সম্পর্ক চুক্তি বা আরসিইপি'র দ্বিতীয় সম্মেলনে যোগ দিয়েছেন। আসিয়ানের দশটি দেশ, দক্ষিণ কোরিয়া, জাপান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ভারতের নেতারাও এতে অংশ নিয়েছেন।

লি খ্য ছিয়াং বলেন, এক বছর আগে ম্যানিলাতে 'আঞ্চলিক সার্বিক অর্থনৈতিক অংশীদারি সম্পর্ক চুক্তি'র প্রথম নেতাদের সম্মেলন আয়োজন করা হয়। এ বছর বিভিন্ন পক্ষের চেষ্টায় আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। আমরা আগামী বছর এ চুক্তি স্বাক্ষরের চেষ্টা করব। এতে অবাধ্য বাণিজ্য ও বিনিয়োগ আরো উন্নত হবে, আঞ্চলিক অর্থনৈতিক সমন্বয় উন্নত হবে এবং এ অঞ্চলের বিভিন্ন দেশের জনগণের জন্য তা কল্যাণকর হবে।

(আকাশ/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040