চীন ও নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীদ্বয়ের বৈঠক
  2018-11-15 15:32:04  cri
নভেম্বর ১৫: বুধবার বিকালে সিঙ্গাপুরে চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাচিন্ডা আরডার্নের সঙ্গে বৈঠক করেছেন।

বৈঠকে লি খ্য ছিয়াং বলেন, চীন ও নিউজিল্যান্ডের সম্পর্ক স্থিতিশীলভাবে উন্নত হচ্ছে। চীন নিউজিল্যান্ডের সঙ্গে পারস্পরিক সম্মান, সমতার ভিত্তিতে আস্থা, সহযোগিতা, আদানপ্রদান জোরদার করতে ইচ্ছুক। এতে দু'দেশের জনগণের কল্যাণ ও অঞ্চলের সমৃদ্ধি আরো উন্নত হবে।

তিনি আরো বলেন, চীন ও নিউজিল্যান্ডের এই চুক্তিটি চীন ও উন্নত দেশগুলোর প্রথম স্বাক্ষরিত অবাধ বাণিজ্য চুক্তি। চীন নিউজিল্যান্ডের সঙ্গে চুক্তি উন্নত করে অব্যাহতভাবে দ্বিমুখী বাণিজ্য ও বিনিয়োগে আগ্রহী। এ ছাড়া দু'দেশের মধ্যে শিক্ষা, পর্যটন ও সাংস্কৃতিক আদানপ্রদান জোরদার করতে চায় চীন।

তিনি জোর দিয়ে বলেন, বর্তমান আন্তর্জাতিক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতিতে চীন বিভিন্ন পক্ষের সঙ্গে দ্রুত 'আঞ্চলিক সার্বিক অর্থনৈতিক অংশীদারি সম্পর্ক চুক্তি' বা আরসিইপি স্বাক্ষরের চেষ্টা করবে। এতে বহুপক্ষবাদ ও আবাধ বাণিজ্য রক্ষা করা যাবে।

(আকাশ/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040