চীনের রাষ্ট্রীয় পরিষদের উদ্যোগে 'সিনচিয়াংয়ের সংস্কৃতি সংরক্ষণ ও উন্নয়ন' শিরোনামে শ্বেতপত্র প্রকাশিত
  2018-11-15 15:29:45  cri
নভেম্বর ১৫: চীনের রাষ্ট্রীয় পরিষদের উদ্যোগে আজ (বৃহস্পতিবার) 'সিনচিয়াংয়ের সংস্কৃতি সংরক্ষণ ও উন্নয়ন' শিরোনামে শ্বেতপত্র প্রকাশিত হয়।

শ্বেতপত্রে মুখবন্ধ, সিনচিয়াংয়ের বিভিন্ন জাতির সংস্কৃতি হলো চীনা সংস্কৃতির অংশ, বিভিন্ন জাতির ভাষা ও অক্ষরের ব্যাপক ব্যবহার, ধর্ম ও সংস্কারের প্রতি সম্মান ও সুরক্ষা, ঐতিহ্য সংরক্ষণ ও বাঁচিয়ে রাখার সাফল্য, সাংস্কৃতিক শিল্পের উন্নয়ন, বৈদেশিক সাংস্কৃতিক বিনিময় দিন দিন সক্রিয়সহ বিভিন্ন অংশ অন্তর্ভুক্ত।

শ্বেতপত্রে বলা হয়, গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার পর থেকে চীন সরকার সিনচিয়াংয়ের বিভিন্ন জাতির শ্রেষ্ঠ ঐতিহ্যবাহী সংস্কৃতি খনন, বাঁচিয়ে রাখা ও সুরক্ষার ওপর গুরুত্বারোপ করে আসছে। সরকার উদ্ভাবনশীল রূপান্তর ও উন্নয়নে অবিচল থাকে। একে অপরের কাছ থেকে ভাষা ও অক্ষর শিখতে বিভিন্ন জাতিকে উত্সাহিত করে চীন। তা ছাড়া, চীন সরকার বিভিন্ন জাতির বিনিময় বেগবান করে, বিভিন্ন জাতির ধর্মের স্বাধীনতার ওপর সম্মান করে, বিভিন্ন জাতির সংস্কৃতির আধুনিকায়নকে বেগবান করে এবং বৈদেশিক সাংস্কৃতিক বিনিময় জোরদার করে।

শ্বেতপত্রে আরো বলা হয়, বর্তমানে কমরেড সি চিন পিংকে কেন্দ্র করে চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র দৃঢ় নেতৃত্বে চীনা জাতি নতুন যুগে প্রবেশ করেছে। সাংস্কৃতিক বিনিময়ের মঞ্চে সিনচিয়াংয়ের বিভিন্ন জাতির জনগণের যার যার নতুন সাংস্কৃতিক দায়িত্ব পালন করা এবং নতুন সমৃদ্ধি ও উন্নয়ন বাস্তবায়ন করা উচিত্ বলে শ্বেতপত্রে জোর দিয়ে বলা হয়। (লিলি/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040