সিঙ্গাপুরের প্রেসিডেন্টের সঙ্গে চীনা প্রধানমন্ত্রীর সাক্ষাত
  2018-11-15 15:06:59  cri

নভেম্বর ১৪: গতকাল (বুধবার) বিকেলে চীনা প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং সিঙ্গাপুরে দেশটির প্রেসিডেন্ট হালিমাহ ইয়াকোবের সঙ্গে বৈঠক করেছেন।

বৈঠককালে লি খ্য ছিয়াং বলেন, চীন ও সিঙ্গাপুরের মধ্যে সমুদ্র থাকলেও দু'দেশের সংস্কৃতিতে অনেক মিল আছে। দু'দেশের গভীর জনমৈত্রীর ভিত্তি আছে এবং ভবিষ্যত উন্নয়নের সম্ভাবনাও অনেক। চীনের সংস্কার ও উন্মুক্তকরণ প্রক্রিয়ায় সিঙ্গাপুর সক্রিয় ভূমিকা পালন করে আসছে। দু'দেশের বাস্তব সহযোগিতা থেকে জনগণও উপকৃত হচ্ছে।

তিনি আরো বলেন, চলতি বছর চীন-আসিয়ান কৌশলগত অংশীদারি সম্পর্ক প্রতিষ্ঠার ১৫তম বার্ষিকী। চীনের কূটনীতিতে সবসময় আসিয়ানকে অগ্রাধিকার দেওয়া হয়। সিঙ্গাপুর আসিয়ানের সভাপতি দেশ হিসেবে দায়িত্ব পালন করার সময় চীন-আসিয়ান সম্পর্ক ঘনিষ্ঠতর করার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা পালন করেছে; চীন এজন্য কৃতজ্ঞ। সিঙ্গাপুরের সঙ্গে সহযোগিতা জোরদার করে আঞ্চলিক, বিশ্বশান্তি ও উন্নয়নে নতুন অবদান রাখতে ইচ্ছুক চীন।

হালিমাহ বলেন, প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং এবারের সফরে দু'দেশের মধ্যে অবাধ বাণিজ্য সহযোগিতা উন্নত করাসহ দশটিরও বেশি চুক্তি স্বাক্ষর করেছেন। এসব সহযোগিতা দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন পর্যায়ে উন্নীত করবে। চীনের সঙ্গে সহযোগিতা করে আসিয়ান-চীন সম্পর্ক আরো ঘনিষ্ঠ করার জন্য চেষ্টা চালাতে ইচ্ছুক সিঙ্গাপুর।

(স্বর্ণা/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040