সংস্কার ও উন্মুক্তকরণের ব্যাপক সাফল্য সারসংকলন করে নতুন যুগে এ কার্যক্রম সামনে এগিয়ে নেওয়ার নির্দেশনা সি চিনপিং'র
  2018-11-15 14:21:42  cri
নভেম্বর ১৫: চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, চীনের প্রেসিডেন্ট, কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান এবং কেন্দ্রীয় সার্বিক সংস্কার গভীরতর বিষয়ক কমিশনের চেয়ারম্যান সি চিনপিং গতকাল(বুধবার) কেন্দ্রীয় সার্বিক সংস্কার গভীতর কমিশনের পঞ্চম অধিবেশনে ভাষণ দিয়েছেন।

ভাষণে তিনি বলেন, সংস্কার ও উন্মুক্তকরণ নীতি প্রবর্তনের ৪০তম বার্ষিকী উপলক্ষ্য সবার উচিত নতুন যুগে চীনের বৈশিষ্ট্যময় চিন্তাধারা কেন্দ্র করে এ ক্ষেত্রের অভিজ্ঞতা সারসংকলন করে দেশের প্রশাসনিক ব্যবস্থা ও প্রশাসনিক সামর্থ্যের আধুনিকায়ন জোরদার করা।

অধিবেশনে আরও বলা হয়েছে, গত ৪০ বছরের অনুশীলন থেকে জানা যায় যে, নতুন ঐতিহাসিত অদিস্থলে সার্বিক সংস্কার গভীরতরের কাজ এগিয়ে নেওয়া উচিত।

এ অধিবেশনে 'হাই নান প্রদেশের নব্যতাপ্রবর্তনশীল উন্নয়ন কৌশল প্রস্তাব, হাই্নান প্রদেশের আন্তর্জাতিক পর্যটন ও ভোগ্য কেন্দ্র নির্মাণ সংক্রান্ত প্রস্তাবসহ বেশ কয়েকটি প্রস্তাব গৃহীত হয়েছে। (রুবি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040