সুরের ধারায়--ইলেক্ট্রনিক মিউজিক
  2018-11-15 09:55:59  cri



পপ সংগীত প্রায় সবারই পরিচিত। পাশ্চাত্য থেকে উঠে আসা পপ সংগীত বর্তমান সংগীত জগতের প্রধান ধারা। পপ সংগীত অনেক ধরনের, যেমন জ্যাজ, রক, ব্লুজ, হিপ হপ ইত্যাদি। বর্তমান আরো এক ধরনের সংগীত মানুষদের- বিশেষ করে তরুণরা দারুণ পছন্দ করে। সেটি হলো ইলেক্ট্রনিক মিউজিক (electronic music) । বর্তমান চীনে এ ধরনের সংগীত বেশ জনপ্রিয়। আজকের অনুষ্ঠান আমরা চীনের কিছু সুন্দর ও জনপ্রিয় ইলেক্ট্রনিক মিউজিক (electronic music) শুনবো।

ইলেক্ট্রনিক মিউজিক নতুন এক ধরনের সংগীত। এর উত্স ১৯ শতাব্দীর শেষ দিকে ফোনেটোগ্রাফ (phonautograph) প্রযুক্তি উন্নয়নের সঙ্গে জড়িত। গত শতাব্দীর ৬০ দশক পর্যন্ত ইলেক্ট্রনিক মিউজিক ব্যাপকভাবে প্রচলিত ও উন্নত হয়।

বর্তমান ইলেক্ট্রনিক মিউজিক উল্লেখ করলে গান ফেডেড (Faded) বলতে হয়। গানটি ব্রিটেনের সংগীত প্রযোজক অ্যালেন ওয়াকার (Alan Walker) ২০১৫ সালে সেপ্টেম্বর প্রকাশ করেন। গান প্রকাশের পর এখন পর্যন্ত অনেক জনপ্রিয় হয়েছে। এই গানের মিউজিক ভিডিও শেয়ারিং সাইট YouTube-এ প্রায় ১.২ বিলিয়ন বার দেখা হয়েছে। বলা হয়, এটি সবচেয়ে বিখ্যাত ও জনপ্রিয় একটি ইলেক্ট্রনিক গান। বন্ধুরা, এখন গান ফেডেড শুনুন।

 

ইলেক্ট্রনিক মিউজিক এক সময়ে শুধু পাশ্চাত্যে প্রচলিত ছিল। তবে বিশ্বায়নের উন্নয়নে দেশগুলোর যোগাযোগ আরো ঘনিষ্ঠ হয়, ইলেক্ট্রনিক মিউজিকও অনেক দেশে প্রচলিত হয় এবং নিজের বাজার উন্নত হয়, চীনও এর ব্যতিক্রম নয়।

ইলেক্ট্রনিক মিউজিক প্রায় ৪০ বছর আগে চীনে প্রবেশ করে। বর্তমান ইলেক্ট্রনিক মিউজিক চীনে মূলধারার সংগীত নয়, তবে তা তরুণদের মধ্যে বেশ জনপ্রিয়তা পায়।

বন্ধুরা, এখন শুনুন চীনের ইলেক্ট্রনিক মিউজিক প্রযোজক Panta.Q-এর গান 'crazy'।

চীনের ইলেক্ট্রনিক মিউজিক উল্লেখ করলে কেউ বলেন যে, বর্তমান চীনের সবচেয়ে বিখ্যাত ইলেক্ট্রনিক মিউজিক প্রযোজক সিয়ু মেং ইউয়ান। তিনি ১৯৯২ সাল চীনের সিছুয়ান প্রদেশে জন্মগ্রহণ করেছেন। ইলেক্ট্রনিক মিউজিক খুব পছন্দ করায় সিয়ু মেং ইউয়ান ১৫ বছর বয়সে ইন্টারনেটে তার রচিত প্রথম গান প্রকাশ করে। এখন পর্যন্ত তার শতাধিক গান প্রকাশিত হয়েছে। বন্ধুরা, এখন সিয়ু মেং ইউয়ানের খুব জন্যপ্রিয় একটি গান 'Holiday' শুনবো।

ইলেক্ট্রনিক মিউজিক অনলাইন গেমসে অনেক ব্যবহৃত হয়। জনপ্রিয় অনলাইন গেমস লিগ অফ লেজেন্ডসেরLeague of Legends) জন্য সিয়ু মেং ইউয়ান অনেক গান রচনা করেছেন। এর মধ্য তার গান 'PDD' প্রকাশ হওয়ার পরই অনেক জনপ্রিয় হয়, চীনের অনলাইন সংগীত প্ল্যাটফর্মে এই গান ২০০ মিলিয়নেরও বেশি ক্লিক পেয়েছে। আর গত বছর লিগ অফ লেজেন্ডসের ৬ষ্ঠ বার্ষিকীতে তিনি 'Piercing Light' গান রচনা করেন এবং গেম কোম্পানির আমন্ত্রণে একটি উদযাপনী অনুষ্ঠানে সেটি পরিবেশন করেন। বন্ধুরা, এখন সিয়ু মেং ইউয়ানের গান 'PDD' ও 'Piercing Light' শুনবো।

ইলেক্ট্রনিক মিউজিক পাশ্চাত্য সংগীত উন্নয়নের সঙ্গে সঙ্গে উন্নত হয়েছে, এর পেছনে পাশ্চাত্য সংস্কৃতির উপাদান রয়েছে। তবে চীনের প্রযোজকের কাছে ইলেক্ট্রনিক মিউজিক চীনা সংস্কৃতির সঙ্গে জড়িত, এবং চীনা সংগীতের বৈশিষ্ট্য ইলেক্ট্রনিক মিউজিকের সঙ্গে সমন্বয় করে চীনা বৈশিষ্ট্যময় ইলেক্ট্রনিক মিউজিক সৃষ্টি করেছে। সিয়ু মেং ইউয়ান তার চীনা বৈশিষ্ট্যময় ইলেক্ট্রনিক মিউজিকের জন্য বিখ্যাত ও পরিচিত। তিনি চীনের অনেক ঐতিহ্যগত বাদ্যযন্ত্রে ইলেক্ট্রনিক মিউজিক যোগ করে বিশেষ শৈলীর গান রচনা করেছেন। তার 'China' নামে ধারাবাহিক গান বেশ জনপ্রিয় হয়েছে।

গত বছরে সিয়ু মেং ইউয়ান চীনের একটি বিখ্যাত সংগীত অনুষ্ঠানে অংশ নেন। এর মাধ্যমে আরো বেশি লোক তার গান ও চীনের ইলেক্ট্রনিক মিউজিক সম্পর্কে জানতে পারে এবং পছন্দ করে। অনুষ্ঠান শেষে তার আরো একটি চীনা বৈশিষ্ট্যময় গান 'Flame' শুনবো। আশা করি এসব গান শুনে চীনা ইলেক্ট্রনিক মিউজিকসম্পর্কে আপনি আরো বেশি জানবেন এবং গানগুলো আপনার ভালো লাগবে।

 

(তুহিনা/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040