চীন-আসিয়ান হাতে হাত ধরে ২০৩০ সালকে স্বাগত জানানোর উত্স ও আত্মবিশ্বাস
  2018-11-14 19:26:56  cri

 

নভেম্বর ১৪: ২১তম চীন-আসিয়ান নেতৃবৃন্দের সম্মেলন আজ (বুধবার) সিঙ্গাপুরে অনুষ্ঠিত হয়। চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং এবং আসিয়ানের বিভিন্ন দেশের নেতৃবৃন্দ 'চীন-আসিয়ান কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক-২০৩০ আশা-আকাঙ্ক্ষা' দলিল নিয়ে আলোচনা করেন। সম্মেলনে দলিলটি গৃহীত হয়। দ্বিপক্ষীয় সম্পর্কের মাঝারি ও দীর্ঘকালীন উন্নয়ন নিয়ে আসিয়ানের সঙ্গে দূরবর্তী পরিকল্পনা প্রণয়ন করা প্রথম অংশীদার চীন।

চীন এবং আসিয়ানের হাতে হাত ধরে ২০৩০ সালকে স্বাগত জানানোর উত্স ও আত্মবিশ্বাস কোথা থেকে এসেছে?

চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই)-র ভাষ্যকার মনে করেন, উত্স এবং আত্মবিশ্বাস হলো ভবিষ্যতে অভিন্ন উন্নয়ন নিয়ে দু'পক্ষের প্রত্যাশা ও আস্থা।

আর্থিক-বাণিজ্যিক সহযোগিতা বরাবরই চীন-আসিয়ান সম্পর্কের দৃঢ় ভিত্তি। যা দু'পক্ষের অভিন্ন প্রত্যাশা ও আস্থাও বটে। ২০০২ সালে চীন ও আসিয়ানের মধ্যে সার্বিক অর্থনৈতিক সহযোগিতা চালানোর চুক্তি স্বাক্ষরিত হয়। ২০১০ সালে চীন-আসিয়ান অবাধ বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠার পর থেকে ২০১৭ সালে চীন আসিয়ানের বাণিজ্যিক পরিমাণ ৫১৪.৮২ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়ায়। এই সংখ্যা ১৫ বছরের আগের তুলনায় ৬.৬ গুণ বেড়েছে। চীন টানা ৯ বছর ধরে আসিয়ানের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার এবং আসিয়ান টানা ৭ বছর ধরে চীনের তৃতীয় বৃহত্তম অংশীদার।

চীন-আসিয়ান কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক স্থাপনের ১৫ বছরের মধ্যে আন্তর্জাতিক ও আঞ্চলিক পরিস্থিতি পরিবর্তিত হলেও রাজনৈতিক সংলাপ, আর্থ-বাণিজ্যিক সংলাপ, সাংস্কৃতিক বিনিময় ও নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে দু'পক্ষের সহযোগিতা বরাবরই এগিয়ে যাচ্ছে বলে সিআরআইয়ের ভাষ্যকার উল্লেখ করেন। (লিলি/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040