জনগণের কল্যাণে চীন সরকারের নীতি
  2018-11-14 18:28:22  cri

এক: মোবাইলফোনের ইন্টারনেট ডেটা রোমিং মাশুল বাতিল করা হয়েছে। মোবাইল ফোনে ইন্টারনেট ডেটা মাশুল চলতি বছরে অন্তত ৩০ শতাংশ কমানো হয়েছে।

দুই: জনগণের মৌলিক চিকিত্সা বীমায় প্রত্যেকের জন্য দেয়া সরকারি আর্থিক ভর্তুকি আগের ২৪০ ইউয়ান থেকে বৃদ্ধি করে ৪৫০ ইউয়ান করা হবে। যাতে মানুষকে চিকিত্সা সেবা পাওয়ার কঠিন এই সমস্যার সমাধানে সহায়তা দেয়া যায়। এছাড়া, চীনে গুরুতর রোগের বীমা ব্যবস্থা চালু করা হয়েছে। গত পাঁচ বছরে চীনে ১.৭ কোটিরও বেশি মানুষ এতে লাভবান হয়েছে।

তিন: ব্যক্তিগত কর আদায় করার আয়সীমা বাড়ানো হয়েছে। এই ব্যবস্থা নিশ্চয়ই ভোগ্য ও অভ্যন্তরীণ চাহিদা বাড়ানোর জন্য সহায়ক হয়। তাছাড়া, কর্মসংস্থান বৃদ্ধিতে তা একটি সুখবর।

চার: শাকসবজি বাজার ও পার্কিং স্পেসসহ জনগণকে সুবিধা দেয় এমন ব্যবস্থা সুসংহত করতে হবে।

পাঁচ: শহরের মধ্যে পুরোনো ও বিশৃংখল জায়গা এবং পুরনো ও জীর্ণ বিল্ডিং-এর পুনর্নির্মাণ ত্বরান্বিত করা।

ছয়: বায়ূ দূষণ মোকাবিলা এবং ক্যান্সারসহ বড় রোগ চিকিত্সার কাজ জোরদার করা।

সাত: গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দর্শনীয় স্থানে টিকিটের ফি কমানো হয়েছে।

আট: গাড়ি ও কিছু নিত্যপণ্যের আমদানি কর কমানো।

নয়: ইন্টারনেটসহ বিভিন্ন তথ্য প্রযুক্তির মাধ‍্যমে শিশুর কিন্ডারগার্টেন শিক্ষাগ্রহণ তত্ত্বাবধান করা।

দশ: মাধ্যমিক ও প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের স্কুলের বাইরে লেখাপড়ার বোঝা কমানো(শুয়েই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040