এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মহাকাশ সহযোগিতা সংস্থা প্রতিষ্ঠার দশম বার্ষিকী উপলক্ষ্যে চীনা প্রেসিডেন্ট সি'র অভিনন্দন-বাণী
  2018-11-14 18:18:22  cri
নভেম্বর ১৪: এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মহাকাশ সহযোগিতা সংস্থা প্রতিষ্ঠার দশম বার্ষিকীর উদযাপনী অনুষ্ঠান আজ (বুধবার) বেইজিংয়ে উদ্বোধন হয়েছে। এতে অভিনন্দন-বাণী পাঠিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং।

বাণীতে প্রেসিডেন্ট সি বলেন, বাইরের স্থান মানবজাতির সাধারণ সম্পদ। বাইরের স্থান অনুসন্ধান, উন্নয়ন এবং শান্তিপূর্ণভাবে ব্যবহার করা মানবজাতির সাধারণ সাধনা। সমতা ও পারস্পরিক সুবিধা, শান্তিপূর্ণ ব্যবহার এবং সমেত উন্নয়নের ভিত্তিতে বাইরের স্থান ক্ষেত্রের গভীর আন্তর্জাতিক বিনিময় ও সহযোগিতা চালানো হলো চীনের অবস্থান। চীন বাইরের স্থান সম্পদ বিকাশ ও ব্যবহার, মহাকাশ পরিবেশ রক্ষা এবং মানবজাতির সুবিধার জন্য মহাকাশ শিল্পকে ত্বরান্বিত করাকে সবসময় সমর্থন করেছে।

প্রেসিডেন্ট সি উল্লেখ করেন, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মহাকাশ সহযোগিতা সংস্থা ও সদস্য রাষ্ট্রগুলো মহাকাশ বিজ্ঞান অনুসন্ধান, মহাকাশ প্রযুক্তি উন্নয়ন, মহাকাশ প্রযুক্তি অ্যাপ্লিকেশনসহ বিভিন্ন ক্ষেত্রে ঘনিষ্ঠ সহযোগিতা চালিয়ে গেছে এবং ইতিবাচক ভূমিকা পালিত হয়েছে। চীন সংস্থাটির কাজে অব্যাহত সমর্থন দিবে এবং মহাকাশ কাজের অগ্রগতি এবং অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য অবদান রাখতে ইচ্ছুক। (জিনিয়া/টুটুল/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040