শ্রীলংকান প্রেসিডেন্টের সংসদ ভেঙে দেওয়ার নির্দেশ বাতিল করেছে সুপ্রিম কোর্ট
  2018-11-14 15:56:00  cri
নভেম্বর ১৪: শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা দেশের পার্লামেন্ট ভেঙে দেওয়ার যে আদেশ জারি করেছিলেন, দেশটির সুপ্রিম কোর্ট তা বাতিল ঘোষণা করেছেন। একই সাথে আগামী ৫ জানুয়ারি নির্ধারিত আগাম নির্বাচন স্থগিত ঘোষণা করেছে কোর্ট। গতকাল (মঙ্গলবার) সন্ধ্যায় এ রায় ঘোষণা করেন সুপ্রিম কোর্টের তিন বিচারক।

এর আগে, দেশটির ইউনাইটেড ন্যাশনাল পার্টি (ইউএনপি), জনতা বিমুক্তি পেরামুনা (জেভিপি), তামিল ন্যাশনাল অ্যালায়েন্স (টিএনএ), অল সাইলন মাক্কাল কংগ্রেস (এসিএমসি), শ্রীলঙ্কা মুসলিম কংগ্রেস (এসএলএমসি) প্রেসিডেন্টের নির্দেশ সংবিধান বহির্ভূত অভিযোগ করে তা বাতিলের জন্য সুপ্রিম কোর্টে আপিল করে। মঙ্গলবার সেই আপিলের রায় দেয় আদালত।

(আকাশ/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040