চীনের অর্থনীতি সাগরের মতো উন্মুক্ত এবং চীন অন্যান্য দেশের সঙ্গে সুযোগ ভাগাভাগি করবে: পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই
  2018-11-14 15:55:21  cri
নভেম্বর ১৪: চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই মঙ্গলবার সাংবাদিকদের বলেন, শাহাংহাইয়ে অনুষ্ঠিত প্রথম চীন আন্তর্জাতিক আমদানি মেলায় প্রেসিডেন্ট সি চিন পিং বলেছেন, চীনের অর্থনীতি সাগরের মতো উন্মুক্ত। চীনের এ বিশাল সাগর সবসময় খোলা এবং চীন অন্যান্য দেশের সঙ্গে সুযোগ ভাগাভাগি করবে।

ওয়াং ই বলেন, চীন আন্তর্জাতিক আমদানি মেলাটি বিশ্বব্যাপী দেশীয় পর্যায়ের প্রথম আমদানি মেলা। এটি প্রেসিডেন্ট সি'র সিদ্ধান্ত ও সৃষ্টিশীলতা এবং চীনের নতুন দফা উন্মুক্তকরণের মাইলফলক।

তিনি বলেন, আমদানি মেলায় চীনের উন্নয়নের সুযোগ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে ভাগাভাগি করা হয়েছে। মোট ১৭২টি দেশ, অঞ্চল ও আন্তর্জাতিক সংস্থা, ৩৬০০টিরও বেশি বিদেশি শিল্পপ্রতিষ্ঠান এতে অংশ নিয়েছে। দু'দিন আগেই, চীনে অনলাইন কেনাকাটার উত্সব হয়েছে। ২৪ ঘণ্টায় বাণিজ্যিক লেনদেনের পরিমাণ ৬০ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। এ-দিন অনেক বিদেশি শিল্পপ্রতিষ্ঠান এতে অংশগ্রহণ করেছে। চীনের মার্কেট বড় হওয়ায় বিশ্বের বিভিন্ন দেশ এতে নতুন উন্নয়নের শক্তি পেয়েছে।

ওয়াং ই আরও বলেন, চীন সংস্কার ও উন্মুক্তকরণের ৪০ বছরে বরাবরই 'উইন-উইন' নীতি পালন করে আসছে। সম্প্রতি প্রেসিডেন্ট সি চিন পিং আরও উন্মুক্তকরণ সম্পর্কিত নীতি ও ব্যবস্থা ঘোষণা করেছেন। এতে চীনের উন্মুক্তকরণের দরজা আরও প্রসারিত হচ্ছে।

এ ছাড়া তিনি বলেন, চীন আন্তর্জাতিক আমদানি মেলায় বিশ্বের অবাধ বাণিজ্য রক্ষায় চীনের দৃঢ়তা প্রদর্শিত হয়েছে।

(আকাশ/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040