৩৩তম আসিয়ান শীর্ষসম্মেলন শুরু
  2018-11-14 11:17:20  cri

নভেম্বর ১৪: গতকাল (মঙ্গলবার) সিঙ্গাপুরে শুরু হয়েছে ৩৩তম আসিয়ান শীর্ষসম্মেলন। অংশগ্রহণকারী শীর্ষনেতারা 'স্থিতিস্থাপকতা এবং উদ্ভাবন' প্রতিপাদ্য সামনে নিয়ে বহুপক্ষবাদের সহযোগিতা কাঠামোতে আসিয়ানের একীকরণ ও অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গঠন এগিয়ে নিয়ে যাবেন।

চলতি বছর আসিয়ানের পালাক্রমিক সভাপতি রাষ্ট্রের প্রধানমন্ত্রী লি সেইন লোং উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেন। তিনি জোর দিয়ে বলেন, বহুপক্ষবাদ সহযোগিতা রক্ষা ও এগিয়ে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেন, আগের যে-কোনো সময়ের তুলনায় বর্তমান বিশ্বের জন্য বহুপক্ষীয় সহযোগিতা প্রয়োজন। আসিয়ানের নানা দেশকে জ্ঞান ও সম্পদ কেন্দ্রীভূত করে সামষ্টিক ব্যবস্থা গঠন করা, যৌথভাবে চ্যালেঞ্জ মোকাবিলা করা এবং বিজ্ঞান ও প্রযুক্তি খাতে ভবিষ্যত উন্নয়নের প্রস্তুতি নেওয়ার আহবান জানান সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী।

চ্যালেঞ্জের মুখোমুখি হলেও আসিয়ান নিজ সংস্থাকে কেন্দ্র করে বহুপক্ষীয় প্লাটফর্মের মাধ্যমে অন্যান্য দেশ ও আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সহযোগিতা করবে। বহুপক্ষীয় বাণিজ্য সমর্থনে পুনরায় প্রতিশ্রুতি দেয় আসিয়ান এবং যত দ্রুত সম্ভব, 'আঞ্চলিক সার্বিক অর্থনৈতিক অংশীদারি সম্পর্ক চুক্তি' (আরসিইপি) আলোচনা শেষ করবে বলে উল্লেখ করেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী।

(শিশির/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040