দেশের ভবিষ্যত নিয়ে চীনের আশাবাদী হওয়ার কারণ
  2018-11-13 19:35:24  cri

নভেম্বর ১৩: বিশ্বের ৫০টি দেশের নাগরিকের ওপর ইকোনোমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের উদ্যোগে প্রকাশিত এক তদন্ত রিপোর্ট থেকে দেখা যায়, ৯১.৪ শতাংশ চীনা উত্তরদাতা দেশের ভবিষ্যত নিয়ে আশাবাদী। তারা মনে করে, আগামী ১০ বছরে চীন অব্যাহতভাবে এগিয়ে যাবে এবং আরো সুন্দর সমাজ গঠনের দিকে যাবে।

চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই)-র ভাষ্যকার মনে করেন, এ তদন্ত থেকে প্রতিফলিত হয় যে, অধিকাংশ চীনা দেশের উন্নয়ন নিয়ে যে আশাবাদী দৃষ্টিভঙ্গি পোষণ করে, তার প্রধান কারণ হলো বিগত ৪০ বছরে সংস্কার ও উন্মুক্তকরণের চীনা জনগণের জন্য বয়ে আনা তৃপ্তি এবং ভবিষ্যতে চীনের সংস্কার ও উন্মুক্তকরণ সম্প্রসারণের আশা-আকাঙ্ক্ষা ও আস্থা।

ভাষ্যকার জানান, ১৯৭৮ সালে চীনের জিডিপির মোট পরিমাণ ছিলো মাত্র ৩৬৭.৯ বিলিয়ন ইউয়ান রেনমিনপি এবং ২০১৭ সালে এই সংখ্যা ৮০ ট্রিলিয়ন ইউয়ান রেনমিনপিতে দাঁড়িয়েছে। বার্ষিক প্রবৃদ্ধির হার প্রায় ৯.৫ শতাংশ। তা ছাড়া, দেশ প্রশাসনের মান অব্যাহতভাবে বাড়ানোর কারণে ভবিষ্যত নিয়ে চীনারা আশাবাদী বলে সিআরআইয়ের ভাষ্যকার মনে করেন। আসলে দেশ প্রশাসনের মান উন্নয়ন কেবল শহর পরিচালনা, অবকাঠামো নির্মাণ এবং পরিবেশ সুরক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে প্রতিফলিত, তাই নয়, বরং আইনের শাসন, দুর্নীতি দমন এবং সমাজের ন্যায্যতা প্রভৃতি ক্ষেত্রে প্রতিফলিত হয়। (লিলি/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040