চিন্তা-ধারা একত্রীকরণ করা ও মতৈক্য সংযুক্ত করা উচিত্: প্রেসিডেন্ট সি
  2018-11-13 19:20:23  cri
নভেম্বর ১৩: চীনের সংস্কার ও উন্মুক্তকরণের ৪০তম বার্ষিকী উপলক্ষ্যে আজ (মঙ্গলবার) চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বেইজিংয়ে জাতীয় জাদুঘরে 'মহান সংস্কার-সংস্কার ও উন্মুক্তকরণের ৪০তম বার্ষিকী উদযাপন-সংক্রান্ত বিরাটাকারের প্রদর্শনী' পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি বলেন, সংস্কার ও উন্মুক্তকরণের ৪০ বছর ধরে চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র দৃঢ় নেতৃত্বে চীনা জনগণ পরিশ্রম করে হাত দিয়ে দেশ ও জাতির উন্নয়নের মহান কবিতা লিখেছেন। চীনা জাতিতে মহান পরিবর্তন ঘটেছে। সিপিসি'র ঊনবিংশ জাতীয় কংগ্রেসে চীনের উন্নয়নের পরিকল্পনা প্রণয়ন করা হয়। আমরা নতুন যুগে চীনের বৈশিষ্ট্যসম্পন্ন সমাজতান্ত্রিক চিন্তা ধারার নির্দেশনায় কেন্দ্রীয় কমিটির নীতি পালন করে দৃঢ়ভাবে সংস্কার গভীরতর করলে এবং উন্মুক্তকরণ সম্প্রসারণ করলে চীনের বৈশিষ্ট্যসম্পন্ন সমাজতন্ত্রের অবশ্যই আরো সুন্দর ভবিষ্যত হবে বলে তিনি বিশ্বাস করেন।

প্রদর্শনীর মাধ্যমে ব্যাপক জনগণ সিপিসি, চীনা জনগণ ও চীনের বৈশিষ্ট্যসম্পন্ন সমাজতন্ত্রের মহান শক্তি অনুধাবন করতে পারবেন বলে পরিদর্শনকালে তিনি আশা প্রকাশ করেন। (লিলি/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040