রোহিঙ্গা সমস্যা মোকাবিলার প্রক্রিয়ায় মিয়ানমার ও বাংলাদেশের অর্জিত ইতিবাচক অগ্রগতিকে চীনের স্বাগত
  2018-11-13 18:20:53  cri
নভেম্বর ১৩: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া ছুন ইং আজ (মঙ্গলবার) জানিয়েছেন, রোহিঙ্গা সমস্যা মোকাবিলার প্রক্রিয়ায় মিয়ানমার ও বাংলাদেশের অর্জিত ইতিবাচক অগ্রগতিকে চীন স্বাগত জানায় এবং সংশ্লিষ্ট বিষয়ে অব্যাহতভাবে প্রয়োজনীয় সমর্থন দিতে ইচ্ছুক বেইজিং।

মিয়ানমারের সমাজ কল্যাণ ও ত্রাণ মন্ত্রণালয়ের কর্মকর্তা সম্প্রতি জানিয়েছেন, সম্প্রতি বাংলাদেশে থেকে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার সংশ্লিষ্ট প্রস্তুতিকাজ শুরু করেছে মিয়ানমার। চীনসহ বিভিন্ন দেশ এ প্রক্রিয়ায় প্রয়োজনীয় সহায়তা দিয়েছে।

হুয়া বলেন, মিয়ানমার ও বাংলাদেশ চীনের সুপ্রতিবেশী দেশ। চীন দু'দেশকে সহায়তা দিয়ে মিয়ানমার-বাংলাদেশ সংলাপের মাধ্যমে রোহিঙ্গা সমস্যা মোকাবিলা করতে ত্বরান্বিত করে।

হুয়া আর বলেন, মিয়ানমার ও বাংলাদেশ রোহিঙ্গা সমস্যা মোকাবিলার প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ অগ্রগতি লাভ করায় চীন অনেক খুশী। চীন বিশ্বাস করে দেশ দু'টি রোহিঙ্গা সমস্যা মোকাবিলা করতে সক্ষম এবং এ কাজে অব্যাহতভাবে প্রয়োজনীয় সমর্থন দিতে ইচ্ছুক বেইজিং। তাছাড়া, এ বিষয়ে জাতিসংঘসহ আন্তর্জাতিক সমাজের গঠনমূলক ভূমিকা পালন করা উচিত বলেও উল্লেখ করেন হুয়া ছুন ইং। (জিনিয়া/টুটুল/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040