শ্রীলংকার প্রেসিডেন্টের সংসদ ভেঙে দেওয়ার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল
  2018-11-13 15:56:54  cri

নভেম্বর ১৩: শ্রীলংকার প্রেসিডেন্ট মৈথ্রিপালা সিরিসেনার সংসদ ভেঙে দেওয়ার বৈধতা নিয়ে সুপ্রিম কোর্টে আপিল করেছে দেশের কয়েকটি রাজনৈতিক দল।

আপিলকারীদের মধ্যে ইউনাইটেড ন্যাশনাল পার্টি, তামিল ন্যাশনাল এলায়ান্স, জনতা ভিমুক্তি পেরামুনা ইত্যাদি দল রয়েছে। তারা মনে করে, শ্রীলংকার সংবিধানের ১৯তম সংশোধন অনুযায়ী, সংসদ ভাঙার অধিকার প্রেসিডেন্টের নেই। তারা প্রেসিডেন্টের ঘোষণা বাতিল করার দাবি জানিয়েছে সুপ্রিম কোর্টের কাছে। এখন, এ আপিলের রায় দেবে সুপ্রিম কোর্ট।

শ্রীলংকার সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্ট নির্ধারিত প্রধানমন্ত্রীকে নিয়োগের ক্ষেত্রে সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থন পেতে হয়।

(স্বর্ণা/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040