বেইজিংয়ে চীনের সংস্কার ও উন্মুক্তকরণের ৪০তম বার্ষিকী উদযাপন-সংক্রান্ত বিরাটাকারের প্রদর্শনী শুরু
  2018-11-13 15:08:02  cri

নভেম্বর ১৩: 'মহান সংস্কার-সংস্কার ও উন্মুক্তকরণের ৪০তম বার্ষিকী উদযাপন-সংক্রান্ত বিরাটাকারের প্রদর্শনীর' উদ্বোধনী অনুষ্ঠান আজ (মঙ্গলবার) সকালে বেইজিংয়ে জাতীয় জাদুঘরে অনুষ্ঠিত হয়। চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর স্থায়ী সদস্য ও সিপিসি'র কেন্দ্রীয় কমিটির সম্পাদকমণ্ডলীর সম্পাদক ওয়াং হু নিং প্রদর্শনী উদ্বোধন করেন এবং এক ভাষণ দেন।

ভাষণে তিনি বলেন, সংস্কার ও উন্মুক্তকরণের ৪০ বছরে চীনা জনগণ হাত দিয়ে দেশ ও জাতির উন্নয়নের মহান কবিতা লিখেছেন। পার্টি, দেশ, জনগণ, বাহিনী ও চীনা জাতির ভাবমূর্তির অভূতপূর্ব বিশাল পরিবর্তন ঘটেছে। তিনি জোর দিয়ে বলেন, এ প্রদর্শনী আয়োজনের লক্ষ্য হলো ৪০ বছর ধরে সিপিসি'র নেতৃত্বে চীনা জনগণের চীনের বৈশিষ্ট্যসম্পন্ন সমাজতান্ত্রিক পথ খোলার মহান সাফল্য তুলে ধরা।

প্রদর্শনীতে ঐতিহাসিক ছবি, লেখা, ভিডিও, মডেল ও ইন্টারেক্টিভ অভিজ্ঞতাসহ বিভিন্ন পদ্ধতিতে ৪০ বছর ধরে বিশেষ করে সিপিসি'র অষ্টাদশ জাতীয় কংগ্রেসের পর জনগণের জীবনের বিশাল পরিবর্তন তুলে ধরা হয়। (লিলি/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040