দক্ষিণ কোরিয়া ও মার্কিন মেরিন সেনাদের যৌথ প্রশিক্ষণ শুরুর নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া
  2018-11-13 14:41:15  cri

নভেম্বর ১৩: কোরিয়ান ওয়ার্কার্স পার্টির রোতোং সিমুন পত্রিকায় গতকাল (সোমবার) প্রকাশিত একটি প্রবন্ধে দক্ষিণ কোরিয়া ও মার্কিন মেরিন সেনাদের যৌথ প্রশিক্ষণ শুরুর নিন্দা জানিয়েছে। ছয় মাস পর আবারও এই যৌথ কর্মসূচি শুরু হলো। এ আচরণ উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার মধ্যে গত সেপ্টেম্বরে স্বাক্ষরিত সামরিক চুক্তি লঙ্ঘন এবং তা কোরীয় উপদ্বীপে শান্তি আলোচনায় বাধা সৃষ্টি করেছে বলে মন্তব্য করা হয়।

প্রবন্ধে বলা হয়, গত ৫ নভেম্বর থেকে দক্ষিণ কোরিয়ার গেওংসাংবাক-ডো এর পোহাং অঞ্চলে নৌবাহিনীর যৌথ প্রশিক্ষণ শুরু হয়। বর্তমানে পারস্পরিক আস্থা রক্ষা করা এবং উপদ্বীপে স্থায়ী শান্তি বাস্তবায়নের জন্য আগের যে কোনো সময়ের তুলনায় উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার বেশি চেষ্টা চালানো উচিত্। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মেরিন বাহিনীর যৌথ প্রশিক্ষণ পুনরুদ্ধারে চুক্তি ও বর্তমান পরিস্থিতি সামঞ্জস্যহীন বলে প্রবন্ধে উল্লেখ করা হয়।

(শিশির/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040