সংস্কার ও উন্মুক্তকরণের ৪০তম বার্ষিকী উদযাপন করতে হংকং ও ম্যাকাওয়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রেসিডেন্ট সি'র সাক্ষাত্
  2018-11-12 19:30:06  cri

নভেম্বর ১২: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং আজ (সোমবার) বেইজিংয়ে গণমহাভবনে দেশের সংস্কার ও উন্মুক্তকরণের ৪০তম বার্ষিকী উদযাপন করতে হংকং ও ম্যাকাওয়ের বিভিন্ন মহলের প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে সাক্ষাত্ করেন।

সাক্ষাত্কালে প্রেসিডেন্ট সি বলেন, চীনের বৈশিষ্ট্যসম্পন্ন সমাজতন্ত্র নতুন পর্যায়ে প্রবেশ করেছে। নতুন যুগে বৈশিষ্ট্যসম্পন্ন সমাজতন্ত্র প্রতিষ্ঠার প্রক্রিয়ায় হংকং ও ম্যাকাওয়ের বিশেষ মর্যাদা ও সুবিধা আছে। এ ক্ষেত্রে হংকং ও ম্যাকাও অপরিহার্য ভূমিকা পালন করতে পারে বলে তিনি মনে করেন। হংকং ও ম্যাকাওবাসীরা অব্যাহতভাবে আন্তরিকভাবে দেশের সংস্কার ও উন্মুক্তকরণ খাতে আত্মনিয়োগ করবে, বিশেষ করে একযোগে 'এক অঞ্চল, এক পথ' নির্মাণের সুযোগকে কাজে লাগিয়ে দেশের উন্নয়ন সমন্বয় করে হংকং ও ম্যাকাওয়ের উন্নয়ন বাস্তবায়ন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সাক্ষাত্কালে হংকং ও ম্যাকাওয়ের প্রশাসকসহ প্রতিনিধি দলের সদস্যরা যথাক্রমে ভাষণ দেন। ভাষণে তারা 'এক দেশ, দুই ব্যবস্থা' এবং 'সংস্কার ও উন্মুক্তকরণ নীতির' উচ্ছ্বসিত স্বীকৃতি দেন। (লিলি/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040