চীনে ভোক্তার আপগ্রেড যুগ ইতোমধ্যেই চলে এসেছে:সিআরআইয়ের ভাষ্যকার
  2018-11-12 19:26:45  cri

নভেম্বর ১২: সদ্যসমাপ্ত চীনের প্রথম আন্তর্জাতিক মেলায় ইচ্ছাকৃত চুক্তির পরিমাণ দাঁড়াবে ৫৭.৮৩ বিলিয়ন মার্কিন ডলারে। গতকাল (১১ নভেম্বর) চীনের ইন্টারনেট কেনাকাটা ওয়েবসাইটে ২১৩.৫ বিলিয়ন ইউয়ান রেনমিনপি বা ৩০৭০ কোটি মার্কিন ডলারের বিক্রির রেকর্ড সৃষ্টি হয়। এত প্রাণবন্ত ক্রয় ক্ষমতায় চীনের ভোক্তা বাজারের বিশাল সম্ভাবনা দেখা দেওয়া ছাড়াও, এ থেকে বোঝা যায়, উচ্চ মানের বৈশিষ্ট্যসম্পন্ন বহুবিধ ভোক্তা আপগ্রেড যুগ এখন চীনে চলে এসেছে বলে চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই)-র ভাষ্যকার মনে করেন।

'১১ নভেম্বর' ইন্টারনেট কেনাকাটা অনুষ্ঠান ২০০৯ সালের ১১ নভেম্বর থেকে শুরু হয়। দশ বছর সময়ের উন্নয়নের পর যা সারা বিশ্বের অংশগ্রহণে বৃহত্তম আকারের কেনাকাটা দিবস হয়ে ওঠে। ২০০৯ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত '১১ নভেম্বর' কেনাকাটার পরিমাণ ৫ কোটি থেকে ২১৩.৫ বিলিয়ন ইউয়ান রেনমিনপিতে বেড়ে দাঁড়িয়েছে। প্রথমে মাত্র ২৭টি ব্র্যান্ড এই অনুষ্ঠানে অংশ নেয়। চলতি বছর মোট ১ লাখ ৮০ হাজার ব্র্যান্ড এতে অংশ নেয়। '১১ নভেম্বর' কেনাকাটা দিবসের দশ বছরের উন্নয়নে চীনা জনগণের ভোক্তার কাঠামোর পরিবর্তন ও চীনের অর্থনীতির উচ্চ পর্যায়ের দিকে যাওয়ার প্রক্রিয়া প্রতিফলিত হয়। এতে অর্থনীতির ভবিষ্যত নিয়ে চীনাদের আস্থা প্রদর্শিত হয় বলে ভাষ্যকার মনে করেন। (লিলি/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040