চীনের দরিদ্র এলাকায় সুস্বাস্থ্য বেগবানসংক্রান্ত কার্যক্রম প্রকল্প প্রকাশিত
  2018-11-12 16:27:43  cri
নভেম্বর ১২: সম্প্রতি চীনের 'দরিদ্র এলাকায় সুস্বাস্থ্য বেগবানসংক্রান্ত তিন বছরব্যাপী কার্যক্রম প্রকল্প' প্রকাশিত হয়। প্রকল্প অনুযায়ী ২০২০ সাল পর্যন্ত দরিদ্র অঞ্চলে নাগরিকদের সুস্বাস্থ্য ও শিক্ষা নিশ্চিত করা যাবে।

আজ (সোমবার) চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের মুখপাত্র সোং শু লি বেইজিংয়ে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে একথা বলেন।

তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে চীনের বেশ কয়েক জায়গায় দরিদ্র অঞ্চলে জনগণের সুস্বাস্থ্য বেগবানের কাজ এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এতে এসব অঞ্চলে রোগের কারণে দরিদ্র হওয়ার অবস্থা ব্যাপকভাবে উন্নত হয়েছে। দরিদ্র অঞ্চলে মানুষের গড় আয়ুও স্পষ্টভাবে বৃদ্ধি পেয়েছে বলে তিনি উল্লেখ করেন। (লিলি/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040