শুয়াং শি ই'র দশ বছর, চীনাদের ভোগ আরও বৈচিত্রময় হয়েছে
  2018-11-12 16:11:47  cri

১১ নভেম্বর শুরুর সঙ্গে সঙ্গে চলতি বছর চীনের অনলাইন কেনাকাটা উত্সব শুরু হয়। এ-দিন অনলাইন কেনাকাটার প্রধান ওয়েবসাইট থাওপাওতে বিক্রির মোট পরিমাণ ২১৩.৫ বিলিয়ন ইউয়ানে পৌঁছায়; আর অন্য একটি ই-কমার্স প্ল্যাটফর্ম জেডিতে মোট বিক্রি হয় ১৫৯.৮ বিলিয়ন ইউয়ান। ই-কমার্স উন্নয়নের সঙ্গে সঙ্গে চীনে বিক্রির পরিমাণ বাড়ছে। এই পরিমাণ বছর বছর বাড়ার পেছনে রয়েছে চীনাদের ভোগ প্রবণতার উন্নতি।

শ্রোতাবন্ধুরা, আজকের সংবাদ পর্যালোচনায় আমরা চীনের অনলাইন কেনাকাটা উত্সব বা 'শুয়াং শি ই' নিয়ে আলোচনা করবো।

২০০৯ সালের 'সিঙ্গেলস ডে' (Singles' Day) থেকে চলতি বছরের আন্তর্জাতিক কেনাকাটা উত্সব পর্যন্ত দশ বছরে আলিবাবার তথ্য অনুযায়ী চীনা ভোক্তাদের প্রবণতা ও বৈশিষ্ট্য ফুটে উঠেছে। তথ্য অনুসারে ২০০৯ সালের ১১ নভেম্বর আলিবাবার ই-কমার্স প্ল্যাটফর্ম থাওপাওতে বিক্রি হয়েছিল ৫০ মিলিয়ন ইউয়ান। আর চলতি বছর কেনাকাটা উত্সব শুরু হওয়ার ২১ সেকেন্ডের মধ্যে থাওপাওতে বিক্রি হয় ১ বিলিয়ন ইউয়ানেরও বেশি! রাত ১১টা পর্যন্ত অর্ডার হওয়া পণ্যের মূল্য ১ বিলিয়ন ইউয়ানে পৌঁছায়। অনলাইন থেকে অফলাইন, শহর থেকে গ্রাম, চীন থেকে বিদেশে ভোক্তাদের উত্সাহ এ-দিন একেবারে ডানা মেলে ধরে। চীনা অর্থনীতির শক্তিশালী জীবনীশক্তি ও ভোগের আস্থাও এতে প্রতিফলিত হয়।

চীনের রাষ্ট্রীয় পরিষদের উন্নয়ন গবেষণা কেন্দ্রের পরিচালক চু মিন বলেন, এই দশ বছরে ভোগ তথ্যের পরিবর্তন চীনাদের ভোগের ক্ষমতার উন্নয়নও তুলে ধরেছে।

তিনি বলেন, তথ্য থেকে স্পষ্টভাবে দেখা যায়, চীনাদের ভোগ নতুন পর্যায়ে উন্নীত হয়েছে। চীন সরকার উচ্চ মানের উন্নয়ন ও জীবনের মান উন্নয়নের প্রেক্ষাপটে আলিবাবার এ-তথ্য আসলে মানুষের চাহিদা পরিবর্তনের প্রতিফলন। একদিকে দেশীয় অর্থনীতির উন্নয়নে ভোগের ভূমিকা আরো গুরুত্বপূর্ণ; অন্যদিকে, ভোগ্যপণ্যের মধ্যে বিলাসী পণ্যের মান বেড়েছে।

আলিবাবার তথ্যে দেখা যায়, পোশাক, প্রসাধনী ও বিলাসী পণ্য বিক্রি হয়েছে সবচেয়ে বেশি। তা ছাড়া আরো বেশি ভোক্তা নিজের শখ পূরণে ভোগ করেছেন। যেমন, কেনাকাটা উত্সব শুরু হওয়ার প্রথম ৩০ মিনিটে ১০০ মিলিয়ন ইউয়ান মূল্যের নতুন মডেলের আইফোন বিক্রি হয়েছে। DJI' drone, GoPro, ThundeRobot laptop বেশ দ্রুত বিক্রি হয়েছে। ই-কমার্স প্ল্যাটফর্ম জেডির তথ্যেও দেখা যায়, গৃহস্থালি পণ্য, স্বাস্থ্য খাত, গাড়ি ইত্যাদি পণ্যের বিক্রি অনেক বেশি হয়েছে।

তা ছাড়া, উচ্চ মানের পণ্য ও আমদানি পণ্যও বেশ জনপ্রিয়তা পেয়েছে। আলিবাবার তথ্য অনুসারে জাপানের প্রসাধনী, ডায়াপার (diaper), ব্রিটেনের হেয়ার ড্রায়ার (hair dryer) এক ঘণ্টার মধ্যে ১০ মিলিয়ন ইউয়ান বিক্রির সীমানা ছুঁয়েছে। আর কানাডার চিংড়ি, অস্ট্রেলিয়ার স্টেক, মেক্সিকোর অ্যাভোকাডো (avocado) ভোক্তাদের কাছে গুরুত্ব পেয়েছে।

চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের গবেষণা কেন্দ্রের কর্মী চৌ মি বলেন, গত দশ বছরে চীনের ই-কমার্স প্ল্যাটফর্ম অনেক বিদেশি পণ্য চীনে আমদানি করেছে। এতে ভোক্তারা আরো বেশি বাছাইয়ের সুবিধা পেয়েছেন এবং দেশের ব্যবসা প্রতিযোগিতা জোরদার হয়েছে ও কেনাকাটার মান উন্নত হয়েছে।

চৌ মি বলেন, কেনাকাটা উত্সব এত মানুষের দৃষ্টি আকর্ষণের একটি অন্যতম কারণ হলো, ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে লোকেরা আরো বিচিত্রময় পণ্য কিনতে পারে। তিনি বলেন, ভোগের তথ্য থেকে দেখা যায়, বর্তমান চীন ও উন্নত দেশের বাণিজ্য আরো ঘনিষ্ঠ হয়েছে। ভবিষ্যতে ই-কমার্স প্ল্যাটফর্ম বৈদেশিক বাণিজ্য জোরদার করবে এবং বাণিজ্যিক ক্ষেত্র সম্প্রসারণ করে ভোক্তাদের আরো বেশি যাচাই-বাছাইয়ের সুযোগ দেবে বলে জানান তিনি।

(তুহিনা/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040