সিঙ্গাপুরের গণমাধ্যমে চীনা প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াংয়ের স্বাক্ষরযুক্ত প্রবন্ধ প্রকাশিত
  2018-11-12 15:57:49  cri
নভেম্বর ১২: আজ (সোমবার) সিঙ্গাপুরের 'যাওবাও' পত্রিকাসহ প্রধান তথ্যমাধ্যমে চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াংয়ের 'উন্মুক্ততা, সহযোগিতা, সৃজনশীলতা ও উন্নয়নের ফলে আরো ভালো হবে আগামীকাল' শিরোনামে এক স্বাক্ষরযুক্ত প্রবন্ধ প্রকাশিত হয়।

প্রবন্ধে প্রধানমন্ত্রী লি বলেন, অনেকে বলে থাকেন, সিঙ্গাপুর বিশেষ বৈশিষ্ট্যসম্পন্ন আকর্ষণীয় এক দেশ। দেশ প্রতিষ্ঠার সময় খুব বেশি না হওয়া সত্ত্বেও এই দেশ প্রাকৃতিক শর্ত ও জ্বালানির সীমাবদ্ধতা অতিক্রম করে বিশ্বের গুরুত্বপূর্ণ আর্থিক ও শিপিং কেন্দ্রে পরিণত হয়। চীনের প্রধানমন্ত্রী হিসেবে আমি প্রথমবারের মতো সুন্দর এই মাটিতে পৌঁছেছি। সিঙ্গাপুরের জনগণের জন্য চীনা জনগণের বন্ধুত্বপূর্ণ মৈত্রী ও আন্তরিক শুভেচ্ছা বয়ে এনেছি আমি। আমার এবারের সফরের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে দু'দেশের সহযোগিতা নতুন পর্যায়ে উন্নীত হবে বলে আমি আশা করি।

আসলে চীনের অব্যাহতভাবে উন্মুক্ততা সম্প্রসারণের প্রক্রিয়া হলো চীন ও সিঙ্গাপুরের বাস্তব সহযোগিতা বাড়ানোর প্রক্রিয়া। পারস্পরিক উপকারিতা ও অভিন্ন বিজয় হলো চীন ও সিঙ্গাপুরের সহযোগিতার মূল সুর। একদিকে সংস্কার ও উন্মুক্তকরণের প্রক্রিয়ায় সিঙ্গাপুরের অনেক সফল অভিজ্ঞতা গ্রহণ করেছে চীন, অন্যদিকে সিঙ্গাপুর চীনের সংস্কার ও উন্মুক্ততায় অংশ নেয়ার মাধ্যমে উপকৃত হয়। চীনের উন্মুক্তকরণের দরজা ইতোমধ্যেই খুলে গেছে এবং যা বন্ধ হবে না। সিঙ্গাপুর চীনের নতুন দফার উন্মুক্তকরণের বয়ে আনা সুযোগকে কাজে লাগিয়ে চীনের সঙ্গে চীন-সিঙ্গাপুর বাস্তব সহযোগিতাকে এগিয়ে নিয়ে যাবে বলে আমি আশা করি। (লিলি/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040