সিয়াও সঙ্গীত: 'মেই হুয়া সান নং' ইত্যাদি
  2018-11-12 13:56:00  cri


সুপ্রিয় শ্রোতা, এখন শুরু হচ্ছে 'সুরের ধারা' অনুষ্ঠান। আজকের এ অনুষ্ঠানে আপনাদেরকে চীনের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র 'সিয়াও'-এর কথা জানাবো। এ অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা।

সিয়াওয়ের অন্য নাম তুং সিয়াও। তা হচ্ছে চীনের প্রাচীন ফুঁস দিয়ে বাজানো বাদ্যযন্ত্র, দেখতে বাঁশির মতো। সেই কয়েক হাজার বছর আগে চীনের জনসাধারণের মধ্যে সিয়াওয়ের প্রচলন হয় । তার উত্স বলতে গেলে সারিবদ্ধ সিয়াওয়ের উল্লেখ করতে হবে ।

আজকের সিয়াও চীনের হান রাজবংশের আমলে আজকের সিয়াওয়ের প্রচলন হয় । তখন লোকেরা তাকে "ছিয়াং তি" তলে ডাকতেন । ছিয়াং তি ছিল চীনের সি ছুয়ান আর কান সু প্রদেশে বসবাসকারী ছিয়াং জাতির জনগণের একটি বাদ্যযন্ত্র । খৃষ্টপূর্ব প্রথম শতাব্দিতে চীনের হোয়াং হো নদীর অববাহিকায় এর প্রচলন হয় এবং বিকাশের মাধ্যমে ক্রমে ৬টি গর্ত হয় , ঠিক আজকের সিয়াওয়ের মতই ।

আজকের সুরের ধারা আসরে চীনের সুবিখ্যাত বাঁশি এবং সিয়াও বাজানোর শিল্পী ছেন ইয়ুয়ে এর বাজানো আধুনিক রূপান্তরিত সিয়াও সুর। ছেন ইয়ুয়ে-এর বয়স যখন মাত্র ছয় তখন থেকে তার বাবা'র কাছ থেকে সিয়াও বাজাতে শিখতে শুরু করেন। তিনি বিভিন্ন দেশে গিয়ে চীনের সুবিখ্যাত সিয়াও সুর উপস্থাপন করেছিলেন। আজকের অনুষ্ঠানে তার কয়েকটি সিয়াও সুর শোনাবো।

প্রথমে শুনুন 'লিয়ান হুং' সুরটি।

'মেই হুয়া সান নং' চীনের প্রাচীনকালের সুর। শুনুন ছেন ইয়ুয়ে এর বাজানো 'মেই হুয়া সান নং'।

শুনুন 'জুয়াং থাই ছিউ সি' সুরটি।

শুনুন 'ইয়ু হ্য ফু ইয়ুন' সুরটি।

শুনুন 'লিয়ান তুং হো ফেং' সুরটি।

শুনুন 'মেং হুয়ান ও লুও পা' সুরটি।

শুনুন 'এ আর লান ত্য ছেন ফেং' সুরটি।

সুপ্রিয় শ্রোতা, আজকের সুরের ধারা অনুষ্ঠান পর্যন্ত। সবাই ভাল থাকুন, সুন্দর থাকুন। (স্বর্ণা/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040