ফ্রান্সে 'শান্তি ফোরামে' অংশ নিয়েছেন চীনের এনপিসির স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান
  2018-11-12 10:36:02  cri

নভেম্বর ১২: জাতীয় গণ-কংগ্রেসের স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান চি পিং সুয়ান গতকাল (রোববার) ফ্রান্সের প্যারিসে 'শান্তি ফোরামের' উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ফোরামের উদ্যোগে প্রতিষ্ঠিত 'শান্তি গ্রন্থাগারে' প্রেসিডেন্ট সি চিন পিং রচিত 'মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গঠন' বাইটি উপহার দেন চি পিং সুয়ান। তিনি বলেন, মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গঠন সম্পর্কে প্রেসিডেন্ট সি চিন পিংয়ের ধারণার গভীরতা এবং তা বিশ্বশান্তি, উন্নয়ন ও বৈশ্বিক প্রশাসন ব্যবস্থার সংস্কারে চীনের প্রজ্ঞা ও পরিকল্পনা তুলে ধরে এবং আন্তর্জাতিক সমাজের ব্যাপক স্বীকৃতি পেয়েছে।

শান্তি ফোরামে 'এক অঞ্চল, এক পথ' বিশেষ প্রদর্শনীও পরিদর্শন করবেন চি পিং সুয়ান। তিনি বলেন, 'এক অঞ্চল, এক পথ' যেমন বাণিজ্যের পথ, তেমনি সভ্যতার সেতু। এর মাধ্যমে নানা দেশ পরস্পরের কাছ থেকে শিক্ষা অর্জন করে এবং যৌথভাবে মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গঠন করে। 'এক অঞ্চল, এক পথ' নির্মাণে ফ্রান্সের অংশগ্রহণকে স্বাগত জানায় চীন এবং চীন-ফ্রান্স দ্বিপক্ষীয় সহযোগিতা এগিয়ে নেওয়ার আগ্রহ প্রকাশ করেন চিন পিং সুয়ান।

(শিশির/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040